৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, ১২:৩৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক বিদেশি তহবিল এনে সংকট কাটিয়ে উঠতে বড় পদক্ষেপ নিয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০ কোটি ডলার বিদেশি ঋণ সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত করেছে, যা মূলত ঋণপত্র (এলসি) খোলার কাজে ব্যয় হবে। এই তহবিল এলসি খুলতে শতভাগ নগদ টাকা জমা নেওয়ার পাশাপাশি অন্যান্য ব্যাংক ও গ্রাহকের কাছেও ডলার বিক্রিতে সহায়তা করবে। এ থেকে যে অর্থ পাওয়া যাবে, তা গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটাতে ব্যবহার করা হবে।
ন্যাশনাল ব্যাংক আরও জানিয়েছে, ঋণ আদায়ের কার্যক্রম জোরদার ও নতুন আমানত সংগ্রহের মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়। তহবিল ব্যবস্থাপনায় রয়েছে জিম্বাবুয়ের একটি প্রতিষ্ঠান, এবং অর্থটি আসবে নিউইয়র্কের জেপি মরগ্যান ব্যাংকের মাধ্যমে। এই ঋণের মেয়াদ দশ বছর এবং বার্ষিক সুদের হার ৫ শতাংশ। তবে প্রথম তিন বছর ঋণ পরিশোধে বিরতি থাকবে। এই ঋণ পাওয়া যাবে স্ট্যান্ড বাই লেটার অব ক্রেডিটের (এসবিএলসি) বিপরীতে।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু গণমাধ্যমকে বলেন, “আমরা ব্যাংকের উন্নতি ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য দেশি-বিদেশি সহায়তা নেওয়া হচ্ছে।” উল্লেখ্য, এসবিএলসি হলো এক ধরনের পেমেন্ট গ্যারান্টি যা কোনো চুক্তিতে দুই পক্ষের মধ্যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে।
এদিকে, ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন এনে গত ২০ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে। এতে ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এই পরিবর্তনের পর থেকে ঋণ আদায়ের হার ধীরে ধীরে বেড়েছে। ব্যাংকের সূত্রে জানা গেছে, গত জুলাইয়ে ৬৪ কোটি টাকা, আগস্টে ৫৩ কোটি টাকা এবং সেপ্টেম্বরে ১০৫ কোটি টাকা ঋণ আদায় হয়েছে। অক্টোবরের প্রথম ২৪ দিনে ঋণ আদায় হয়েছে ৪৭ কোটি টাকা।
ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য এ উদ্যোগ নতুন আশা জাগিয়েছে, যা ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।