facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ মার্চ বুধবার, ২০২৫

Walton

ভারত-পাকিস্তান থেকে এলো বিপুল পরিমাণ চাল, বন্দরে নোঙর দুই জাহাজ


১৫ মার্চ ২০২৫ শনিবার, ০৯:৩২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ভারত-পাকিস্তান থেকে এলো বিপুল পরিমাণ চাল, বন্দরে নোঙর দুই জাহাজ

বাংলাদেশে চাল আমদানির ধারাবাহিকতায় এবার ভারত ও পাকিস্তান থেকে এসেছে ৪৮ হাজার ৭৫০ টন আতপ ও সিদ্ধ চাল। শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রাম বন্দরের সাইলো জেটি ও কাফকো সংলগ্ন জেটিতে দুইটি জাহাজ নোঙর করেছে।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানিয়েছেন, পাকিস্তানি পতাকাবাহী "এমভি মারিয়ম" ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে ১১ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায় এবং শুক্রবার সাইলো জেটিতে বার্থিং করেছে। অন্যদিকে, ভারতের পতাকাবাহী "এমভি তানাইস ড্রিম" ১২ মার্চ বহির্নোঙরে আসে এবং ২২ হাজার ৫০০ টন নন-বাসমতি সিদ্ধ চাল নিয়ে কাফকো সংলগ্ন জেটিতে নোঙর করেছে।

পাকিস্তান থেকে আসা চালের ভৌত বিশ্লেষণ সম্পন্ন হয়ে খালাস কার্যক্রম শুরু হয়েছে, আর ভারতের চালের নমুনা সংগ্রহ শেষ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে, ১২ মার্চ ভারত ও ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮৮০ টন চাল দেশে পৌঁছায়। জি-টু-জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আসে ১৭ হাজার ৮০০ টন আতপ চাল এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আসে ২১ হাজার ৮০ টন সিদ্ধ চাল।

এছাড়া, ৮ মার্চ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আরও ৬ হাজার টন সিদ্ধ চাল আমদানি করা হয়। আমদানি করা এসব চাল দ্রুত খালাস করে বাজারে সরবরাহের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ