১১ ডিসেম্বর ২০২৪ বুধবার, ০২:২১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া বাংলাদেশি ৭৮ নাবিকসহ ২টি ট্রলারের ছবি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এই ছবিগুলো শেয়ার করা হয়।
কোস্টগার্ডের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, "ভারতীয় সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে অভিযানে ট্রলার ২টিসহ ৭৮ নাবিক আটক করা হয়েছে।"
ছবিগুলোতে দেখা যায়—
১. হাঁটু গেড়ে বসে থাকা নাবিকদের মাথার পেছনে রাখা হাত— পাশে দাঁড়িয়ে ভারতীয় কোস্টগার্ড।
২. সাগরে দুই ট্রলারের চলাচল।
৩. জেটিতে ট্রলার নিয়ে আসার দৃশ্য।
আটক হওয়া নৌযান দুটি হলো এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫, যা যথাক্রমে এস আর ফিশিং এবং সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বাংলাদেশি কর্তৃপক্ষ জানিয়েছে, নাবিকদের দ্রুত ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং সকলেই সুস্থ আছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।