০১ এপ্রিল ২০২৩ শনিবার, ০১:৩২ পিএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
অন্যায়ভাবে একচেটিয়া বাজার দখলের অভিযোগে ভারতীয় প্রতিযোগিতা কমিশনের (সিসিআই) করা মামলায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলকে ১৬ কোটি ডলার জরিমানার আদেশ বহাল রেখেছেন দেশটির এক আদালত।
গুগলের আপিলের রায়ে ভারতের ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি) জানিয়েছে, গুগলের বিরুদ্ধে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার (সিসিআই) আনা অভিযোগ সঠিক ছিল। ফলে গুগলকে জরিমানার অর্থ শোধ করতে হবে।
তবে গুগলের ওপর আরোপিত ১০টি অ্যান্টি-ট্রাস্ট নির্দেশনার চারটিই বাতিল করেছেন ওই আদালত। অ্যান্ড্রয়েডের মাধ্যমে প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন করেছে উল্লেখ করে গত বছরের অক্টোবরে গুগলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করে সিসিআই। সূত্র: বিবিসি
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।