০৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার, ০৬:০৪ পিএম
শেয়ার বিজনেস24.কম
চলতি বছরের জুনেই ভারতে আইফোন তৈরির কাজ শুরু করতে পারে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল। জানা গেছে, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে নিজস্ব প্রতিষ্ঠান নির্মাণ করবে অ্যাপল।
যেখান থেকে তৈরি হবে অ্যাপলের `মেড ইন ইন্ডিয়া` আইফোন। দফায় দফায় বৈঠকের পর বৃহস্পতিবার এক বিবৃতিতে কর্নাটক সরকার এ তথ্য জানিয়েছে। অ্যাপলের সিদ্ধান্ত কার্যকর হলে ভারত হতে যাচ্ছে বিশ্বের তৃতীয় দেশ যেখানে অ্যাপলের আইফোন তৈরি হবে।
কর্ণাটকের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্কা খাড়গের সই করা বিবৃতিতে বলা হয়েছে, বেঙ্গালুরুতে অ্যাপল কারখানা তৈরির যে ইচ্ছা প্রকাশ করেছে, তাতে এই রাজ্যের সাপ্লাই চেনের উন্নতি হবে। যা ভারতকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।