facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

ভারতেও পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করছে নেটফ্লিক্স


২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার, ০১:৪২  পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


ভারতেও পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করছে নেটফ্লিক্স

এবার ভারতেও পাসওয়ার্ড শেয়ারিং কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে অনলাইন সম্প্রচার জায়ান্ট নেটফ্লিক্স। বৃহস্পতিবার (২০ জুলাই) প্রযুক্তি কোম্পানিটির পক্ষ থেকে এই ঘোষণা আসে। নেটফ্লিক্স মে মাসেই জানিয়েছিল, তাদের গ্রাহকরা পরিবারের সদস্য ছাড়া আর কারো সাথে পাসওয়ার্ড শেয়ার করতে পারবে না।

বিশ্বজুড়ে আয় কমে যাওয়ায় কর্মী ছাটাইসহ নানা পদক্ষে নিয়েছে নেটফ্লিক্স। অনেক দেশেই উল্লেখযোগ্য পরিমাণে কমছে এই অনলাইন সম্প্রচার মাধ্যমটির গ্রাহক সংখ্যা।
বিবৃতিতে নেটফ্লিক্স বলেছে, ভারতে যে গ্রাহকরা বাড়ির বাইরে পাসওয়ার্ড শেয়ার করছে তাদের সবাইকে ইমেল পাঠানো হবে।

বিশ্বের শতাধিক দেশে এই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। এর ফলে বিশ্বজুড়ে কোম্পানিটির ৬০ লাখ গ্রাহক বেড়েছে বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ