facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ মার্চ সোমবার, ২০২৫

Walton

ভারতের জঙ্গলে বিরল সোনালি বাঘ


১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার, ১০:১৫  এএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


ভারতের জঙ্গলে বিরল সোনালি বাঘ

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে দেখা মিলেছে বিরল সোনালি রঙের বাঘের। গত ২৪ জানুয়ারি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার গৌরব রামনারায়ণ বাঘটির ছবি তুলেছেন। ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের আওতাভুক্ত ওই জঙ্গলে শেষবার ২০১৯ সালে সোনালি রঙের একটি বাঘ ক্যামেরায় ধরা দিয়েছিল। পাঁচ বছর পর ফের দেখা মিলল বিরল এই গোল্ডেন টাইগার বা সোনালি বাঘের।

ফটোগ্রাফার গৌরব রামনারায়ণ একটি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ট্রাভেল কম্পানি চালান। অস্ট্রেলিয়ার কয়েকজন পর্যটকের সঙ্গে তিনি কাজিরাঙ্গায় গিয়েছিলেন। হঠাৎ তাঁরা হরিণের বিশেষ আওয়াজে বুঝতে পারেন, পাশেই কোনো শিকারি প্রাণী রয়েছে। তাই কিছুদূর সতর্কতার সঙ্গে যাওয়ার পর তাঁরা সোনালি রঙের বাঘের দেখা পান।

সাফারি জিপ থেকে বাঘটি ৮০০ মিটার দূরে ছিল। এরপর নিজে থেকেই বাঘটি হেঁটে হেঁটে এগিয়ে আসে জিপের দিকে। প্রায় ১০০ মিটারের মধ্যে এসে নিজের পথ ধরে জঙ্গলে চলে যায় পুরুষ বাঘটি।

গৌরব জানান, কাজিরাঙ্গায় এ রকম কয়েকটি সোনালি বাঘ আছে। তবে ২০১৯ সালে যে বাঘ দেখা গিয়েছিল, এটা সেই বাঘ নয় বলেও জানিয়েছেন তিনি।

বাঘের গায়ের রং সোনালি হওয়া নিয়ে মানুষের মধ্যে অনেক কৌতূহল রয়েছে। কারণ এই অঞ্চলের মানুষ বাঘ বলতেই গায়ে কালো ডোরা কাটা দাগের প্রাণীকে চেনে। কিন্তু এই প্রজাতির বাঘ একেবারেই ভিন্ন রঙের। বিশেষজ্ঞরা বলছেন, বাঘের গায়ে সাধারণত কালো, কমলা ও সাদা রং থাকে।

অভিযোজন তথা জিনগত পরিবর্তনের কারণে কালো রংটি এই সোনালি বাঘে নেই। সেই সঙ্গে কমলা রংও ফ্যাকাশে হয়ে গেছে। তাই দেখতে সোনালি মনে হয় এ ধরনের বাঘকে। সূত্র : বিবিসি

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ