২৮ জুলাই ২০২৪ রবিবার, ০৭:৪০ পিএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
মেয়েদের এশিয়া কাপের রাজত্ব ভারতের দখলে। নয় আসরের মধ্যে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। টানা ছয়বার শিরোপা জয়ের কীর্তিও আছে। এবার তাদের ওই রাজত্ব ভেঙে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে আসরের স্বাগতিক শ্রীলঙ্কা। রোববার ডাম্বুলায় ৮ উইকেটে জিতেছে চামারি আতাপাতুর দল।
বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে যাওয়া ভারত এদিন শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রানের ভালো সংগ্রহ তোলে। শেফালি ভার্মা (১৯ বলে ১৬) ঝড় তুলতে না পারলেও দলকে ভালো ভিত্তি দিয়ে যান। স্মৃতি মান্দানার সঙ্গে তিনি ৪৪ রান যোগ করেন।
গত আসরের চ্যাম্পিয়ন ভারতের পরের দুই ব্যাটার রান পাননি। তিনে নামা উমা ছেত্রি ৯ ও চারে নামা অধিনায়ক হারমানপ্রীত কৌর ৯ রান করে ফিরে যান। তবে স্মৃতির পাশাপাশি জেমিমাহ রদ্রিগেজ ও রিচা ঘোষ কার্যকরি দুই ইনিংস খেলে দলকে ভালো পুঁজি এনে দেন। স্মৃতি খেলেন ৪৭ বলে ৬০ রানের ইনিংস। ১০টি চারের শট মারেন তিনি। জেমিমাহ ১৬ বলে ২৯ ও রিচা ১৪ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে শ্রীলঙ্কা শুরুতে উইকেট হারায়। ওপেনার বিছমি গুনারত্নে ১ রান করে ফিরে যান। তবে অধিনায়ক আতাপাতু ও তিনে নামা হারসিতা ৮৭ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে তুলে নেন। আতাপাতু ৪৩ বলে নয়টি চার ও দুই ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন। হারসিতা ৫১ বলে ৬৯ রান করেন। এছাড়া কাভিসা দিলহারা ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন।
এশিয়া কাপের নয় আসরের মধ্যে শ্রীলঙ্কা এবারই প্রথম শিরোপা জিতল। যদিও দলটি আগেও ফাইনাল খেলেছে পাঁচবার। এশিয়া কাপের ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন হারসিতা। টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে আতাপাতুর হাতে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।