৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ০২:০১ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রয়াত মনমোহন সিং গত বৃহস্পতিবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে তিনি কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া, তিনি ২০১৯ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আজ ভারতীয় হাইকমিশনে গিয়ে মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শোকবইয়ে প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা লিখেন।
ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় অবস্থিত হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ইউনূস কিছু সময় হাইকমিশনারের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের স্মৃতিচারণ করেন।
অধ্যাপক ইউনূস বলেন, “মনমোহন সিং কত সাদামাটা ছিলেন! কত জ্ঞানী ছিলেন! ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে তিনি অসামান্য ভূমিকা পালন করেছেন।”
ভারতের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে সাত দিনের শোক পালন করছে ভারত।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।