facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ মার্চ সোমবার, ২০২৫

Walton

ভালোবাসা দিবসে হাতির পিঠে চড়ে বিয়ে করলেন ৯ দম্পতি


১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার, ১১:৫৪  এএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


ভালোবাসা দিবসে হাতির পিঠে চড়ে বিয়ে করলেন ৯ দম্পতি

ব্যতিক্রমভাবে ভালোবাসা দিবস উদযাপন করলেন ১৮ জন তরুণ-তরুণী। এদিনে নয় জোড়া তরুণ-তরুণী ঐতিহ্যবাহী পোশাক পরে হাতিতে চড়ে গণ বিয়েতে অংশ নেন। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। খবর রয়টার্স।

নববধূদের একজন ৩৬ বছর বয়সী নারুমন কমগপানোয় বলেন, `এই অনুষ্ঠান পবিত্র, তাই সবাই হাতির পিঠে চড়ে বিয়ে করতে চায়।` তার কথায় থাইল্যান্ডে হাতিকে গৃহস্থালি ও নাগরিক সঙ্গী হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি জাতীয় সমৃদ্ধির প্রতীকও মনে করা হয় এই প্রাণীকে।

এদিন দেশটির রাজধানী ব্যাংকক থেকে প্রায় দুই ঘণ্টার দূরের চোনবুরি প্রদেশের নং নুচ ট্রপিক্যাল গার্ডেনের মধ্য দিয়ে ৯টি দম্পতিকে বহনকারী হাতির বহর ধীর গতিতে এগিয়ে যায়। সেখানে ঐতিহ্যবাহী পোশাকে নৃত্যশিল্পীরা শোভাযাত্রার নেতৃত্ব দেন।

নববিবাহিত দম্পতিদের এই বহরে স্থানীয় একজন সরকারি কর্মকর্তাও উপস্থিত ছিলেন। তিনিও হাতির উপর বসেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ৩৬ বছর বয়সী একজন বর জিরাত সোমপ্রাসাং বলেন, `আমি খুব খুশি। আজ ভালোবাসার দিন, তাই এদিন আইনগতভাবে স্ত্রীকে পেয়ে ভালো লাগছে।`

প্রসঙ্গত, থাইল্যান্ডের জাতীয় পশু হাতি। একসময় সৌভাগ্যের প্রতীক হিসেবে থাই পতাকায় একটি সাদা হাতির ছবি ছিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ