০৬ এপ্রিল ২০২৫ রবিবার, ১০:২১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
সাফজয়ী বাংলাদেশি ফুটবল কন্যাদের ঘিরে রীতিমতো চাঞ্চল্য ভুটানে। থিম্পুর মাটিতে পা রেখেই যেন তারা হয়ে উঠেছেন নতুন আশা, নতুন সম্ভাবনার প্রতীক। নারী ফুটবলের পরাশক্তি গড়ে তোলার লক্ষ্যে ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিলেন দেশের চার তারকা—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া এবং মনিকা চাকমা।
রোববার (৬ এপ্রিল) থিম্পু আন্তর্জাতিক বিমানবন্দরে বরণ করে নেওয়া হয় সাবিনাদের। পারো এফসির পক্ষ থেকে ছিল গম্ভীর অভ্যর্থনা। এরপরই ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট হয় এক উজ্জ্বল মুহূর্ত—বাংলাদেশি চার ফুটবলারের সঙ্গে স্থানীয় দুই খেলোয়াড়ের হাস্যোজ্জ্বল ছবি। ক্যাপশনে লেখা, ‘চার প্রতিভাবান বাংলাদেশি নারী ফুটবলারকে ভুটান জাতীয় লিগে খেলার জন্য স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত! পারো এফসি নারী দলে তারা এনেছেন অভিজ্ঞতা, গতি আর স্বপ্ন!’
২০২২ সালের চ্যাম্পিয়ন পারো এফসি এবার মাঠে নামছে দুই বছরের বিরতির পর। এবার দলটির লক্ষ্য আরও বড়, আর সেই লক্ষ্য পূরণে সাবিনারাই হতে পারেন বড় অস্ত্র।
এই চারজনের পাশাপাশি ভুটানের ঘরোয়া লিগে খেলতে যাচ্ছেন আরও কয়েকজন বাংলাদেশি ফুটবলার। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে মাঠ কাঁপাবেন গোলকিপার রুপনা চাকমা এবং ডিফেন্ডার মাসুরা পারভীন। তাদের সঙ্গী হতে পারেন কৃষ্ণা রানী সরকার, যদিও সাগরিকার বয়সজনিত জটিলতায় যাওয়া না হলেও কৃষ্ণাকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।
এছাড়াও সানজিদা আক্তার ও শামসুন নাহার সিনিয়রের নামও রয়েছে ভুটানে সম্ভাব্য ফুটবল অভিযাত্রিকদের তালিকায়। তাদের ভিসা প্রক্রিয়া এখনো চূড়ান্ত না হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের ছাড়পত্র দিয়ে রেখেছে।
এ যেন পুরো ভুটান এখন অপেক্ষায়—সবুজ-লাল জার্সির মেয়েদের পায়ের জাদুতে মাতোয়ারা হওয়ার!
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।