০৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০১:০৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
সন্ধ্যায় উত্তর হন্ডুরাসে কেঁপে উঠল ভূখণ্ড, রিখটার স্কেলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে সুনামির সতর্কতা জারি করেছিল মার্কিন সংস্থা, যদিও পরে তা প্রত্যাহার করা হয়।
এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই হন্ডুরাসে প্রাক্-মৌসুম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। মাঠে নামার পর যেন ভূমিকম্পের রেশ ছাপিয়ে গেল তাঁর ফুটবল নৈপুণ্যে! নিজের ঝলক দেখিয়ে গোল করলেন, সতীর্থদের দিয়েও করালেন দুর্দান্ত সব গোল।
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ মাইল দূরের চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে ইন্টার মায়ামি ও হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়ার ম্যাচটিতে কোনো ভূমিকম্পের প্রভাব পড়েনি। তবে মেসি-সুয়ারেজের আগুনে ফুটবলের সামনে কাঁপতে হলো অলিম্পিয়াকে।
মেসি-সুয়ারেজের ঝলকে ৫-০ গোলের দাপুটে জয়! মেসির প্রথম গোল আসে ২৭ মিনিটে, সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় জালে জড়ান আর্জেন্টাইন সুপারস্টার। এরপর ৪৪ মিনিটে ফেদেরিকো রেদোনদো ও প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেনকে দিয়ে গোল করান মেসি।
দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে ইন্টার মায়ামি। ৫৮ মিনিটে গোল করেন সুয়ারেজ, আর ৭৯ মিনিটে রায়ান সেইলরের গোলে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় প্রতিপক্ষকে।
এই ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্রের বাইরে প্রস্তুতি পর্ব শেষ করল ইন্টার মায়ামি। সামনে অপেক্ষায় আরও চ্যালেঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ওরল্যান্ডো সিটির বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে তারা। এরপর ১৮ ফেব্রুয়ারি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হবে স্পোর্টিং কানসাস সিটির।
ভূমিকম্পের পরও থামেনি মেসির ঝড়—মাঠে নামলেন, দেখালেন ম্যাজিক!
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।