২২ ডিসেম্বর ২০২৪ রবিবার, ০৯:০১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
আজ সোমবার পঞ্চগড়ে বিএনপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, "গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা তাদের সেই অধিকার ফিরিয়ে দিতে চাই। মানুষ চায় নিজের ভোট নিজে দিতে, যাকে খুশি তাকে দিতে। কিন্তু এ কথা বললে অনেকেই অসন্তুষ্ট হয়।"
তিনি আরও বলেন, "ভোট দিতে পারলে মানুষ সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারবে। সেই নেতৃত্ব সংসদে গিয়ে জনগণের জন্য ভালো কাজ করবে, দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। এ কারণেই আমরা ভোটাধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই।"
বিএনপি মহাসচিব দলের সংস্কারের বিষয়ে বলেন, "আমরা ভিশন বাংলাদেশ ২০৩০ দিয়েছিলাম, তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এগুলো সংস্কারমূলক পদক্ষেপ। তবে সাধারণ মানুষ এগুলো নয়, ভোটাধিকার, ন্যায্য দাম, এবং শান্তি চায়।"
মির্জা ফখরুল আরও বলেন, "সংস্কারের চেয়ে মানুষের কাছে গুরুত্বপূর্ণ হলো জীবনযাত্রার নিরাপত্তা, মূল্যস্ফীতি রোধ, ঘুষ-দুর্নীতি বন্ধ এবং ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা।"
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।