১৫ মার্চ ২০২৫ শনিবার, ০৯:২৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে হট্টগোল ও চেয়ারম্যানসহ কমিশনারদের অবরুদ্ধ করার ঘটনায় গ্রেপ্তার হন সংস্থার পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাহ। তবে চমকপ্রদভাবে, গ্রেপ্তারের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আদালত থেকে জামিন পান তিনি।
শুক্রবার (১৪ মার্চ) ভোরে পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিকেলে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হলে, তার আইনজীবী জামিনের আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তা মঞ্জুর করেন।
এ মামলার ১৬ আসামির সবাই ইতোমধ্যে জামিন পেয়েছেন। ৯ মার্চ সাতজন, ১০ মার্চ ছয়জন এবং পরবর্তী সময়ে আরও দুইজন জামিন পান। সর্বশেষ গ্রেপ্তারের পর মোহতাছিন বিল্লাহও জামিন পেলেন।
উল্লেখ্য, ৫ মার্চ বিএসইসি ভবনে কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন করে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন। কমিশনের প্রধান ফটকে তালা লাগিয়ে, সিসি ক্যামেরা ও লিফট বন্ধ করে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর জেরে ৬ মার্চ শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন বিএসইসির চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান। মামলায় বিএসইসির উচ্চপদস্থ কর্মকর্তাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
বিএসইসি ভবনের উত্তপ্ত পরিস্থিতি, গ্রেপ্তার ও জামিনের দ্রুত মোড় বদল – পুরো ঘটনাকে ঘিরে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।