১৫ আগস্ট ২০১৬ সোমবার, ০৮:৫২ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
প্রতি বছর মক্কায় তাঁবু ও বাসস্থান খুঁজে নিতে হজযাত্রীরা সমস্যার সম্মুখীন হন। এ সমস্যার সমাধানে যৌথভাবে একটি অ্যাপ চালু করেছে পাকিস্তান হজ স্বেচ্ছাসেবক গ্রুপ (পিএইচভিজি) ও ভারত সমধর্মিতা ফোরাম। ‘মিনা লোকেটর’ নামে অ্যাপটি আগামী ৭ জিলহজ থেকে ব্যবহার করতে পারবেন এবারের হজযাত্রীরা।
আজ সোমবার সৌদি আরবের জনপ্রিয় সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, জিলহজ মাসের শুরুর দিকে মক্কা ও মদিনায় তাঁবুর সংখ্যা বাড়তে থাকে। তাঁবুর সংখ্যা অনেক বেড়ে গেলে হজযাত্রীদের নিজের থাকার অবস্থান খুঁজে নিতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এ ধরনের সমস্যা থেকে উত্তরনের জন্য হজযাত্রীদের সহায়তা করবে এই অ্যাপ।
পিএইচভিজি এর গণমাধ্যম মুখপাত্র ওয়াসিম বুখারি জানান, মিনা এবং এর আশাপাশের এলাকার তাঁবুর অবস্থান জানার জন্যই এই অ্যাপ তৈরি করা হয়েছে। পৃথিবীর সব দেশের হজযাত্রীদের তাঁবুর সন্ধানে সাহায্য করার উদ্দেশ্যে এই অ্যাপ নির্মাণ করেছেন আমাদের স্বেচ্ছাসেবক মোহাম্মদ শহীদ ফারুক।
তিনি আরও বলেন, প্রতি বছর হজ করতে যারা সৌদি আরবে আসেন, তাদের অধিকাংশই বৃদ্ধ এবং অসুস্থ থাকেন। তাদের অনেকেই হজের আনুষ্ঠানিকতা পালনের সময় দলকে থেকে ছুটে যান, এমন ঘটনা প্রতি বছরই ঘটে। একইসঙ্গে প্রত্যেক ভাষা পৃথক হওয়ায় অন্য কারো সঙ্গে যোগাযোগেও অনেক সমস্যা দেখা দেয়। ফলে থাকার জায়গা এবং সঙ্গীদের খুঁজে নিতে হজযাত্রীদের অনেক বেশি সময় নষ্ট হয়। আমাদের অ্যাপটি তাদের এ ধরনের সমস্যা থেকে মুক্তি দেবে।
ওয়াসিম বুখারি বলেন, বর্তমানে বিশ্বের অধিকাংশ মানুষই স্মার্টফোন ব্যবহার করেন। তাই খুব সহজেই তারা মিনা লোকেটর অ্যাপ ব্যবহার করতে পারবেন। এতে হজযাত্রীরা উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।