১০ নভেম্বর ২০২৩ শুক্রবার, ১০:১৮ এএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
আজ থেকে ৩৫০ কোটি বছর আগে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল ছিল পুরু। তাপমাত্রাও ছিল অনেক কম। মাটির বুক চিরে বয়ে যেত পানি। সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা।
তারা বলছেন, মঙ্গলের উত্তরে ছিল কয়েকশো মিটার গভীর মহাসাগর। সৌরঝড়ের প্রকোপে সেই সাগর বিলীন হয়ে যায়। তারই কিছু অংশ মঙ্গলের মেরু অঞ্চলে দেখা যায়। মঙ্গলের মাটির নিচে বরফের আস্তরণ হিসেবে বর্তমানে অবস্থান করছে ওই পানি।
পৃথিবীর মতো প্রাণধারণের উপযোগী গ্রহ থেকে মঙ্গল বর্তমান অবস্থায় কীভাবে পৌঁছাল, তা বুঝতে প্রযুক্তির সহায়তায় মঙ্গলের আগের মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, মঙ্গলের বুকে পানির অস্তিত্ব দীর্ঘকালীন ছিল নাকি ক্ষণস্থায়ী, বিলীন হয়ে গিয়ে ফের পানির আবির্ভাব ঘটতে পারে কি না, তা জানতেও চলছে গবেষণা।
এর আগেও মঙ্গলে পানির অস্তিত্বের কথা বলেছিলেন বিজ্ঞানীরা। তারা বলেন, মঙ্গল গ্রহেও পৃথিবীর সর্বোচ্চ গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের মতো গিরিখাত রয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।