facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ মার্চ সোমবার, ২০২৫

Walton

মদের দোকান চালু করছে সৌদি আরব


২৪ জানুয়ারি ২০২৪ বুধবার, ০৮:৪৭  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


মদের দোকান চালু করছে সৌদি আরব

অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এটি হবে মুসলিম দেশটির প্রথম মদের দোকান। বুধবার (২৪ জানুয়ারি) লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদে এই মদের দোকান খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোকানটি খোলা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে দোকানটি থেকে শুধু অমুসলিম বিদেশি কূটনীতিকরা মদ কিনতে পারবেন।

দোকানটি থেকে মদ কিনতে প্রথমে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড আসতে হবে। এ ছাড়া প্রত্যেক মাসে মদ কেনার যে কোটা থাকবে সেটি মানতে হবে।

ইসলামে মদসহ যেকোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণ হারাম। এটি স্বত্বেও সৌদির পর্যটন ও অন্যান্য ব্যবসা খাতকে সমৃদ্ধ করতে মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ ছাড়া এটি ক্রাউন প্রিন্সের ভিশন-২০৩০ এরও একটি অংশ বলে জানা গেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ