১২ জানুয়ারি ২০২৫ রবিবার, ১০:৩৮ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
শুল্ক-কর বৃদ্ধিতে পকেট থেকে যাবে ১২ হাজার কোটি টাকা!
ডেঙ্গু ও সাধারণ জ্বরের প্রকোপ সারা বছরই থাকায়, স্বাস্থ্যকর ফলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকার আমদানিকৃত মাল্টাসহ বিভিন্ন ফলের ওপর শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ করেছে। এতে করে মাল্টার আমদানি খরচ কেজি প্রতি ১৫ টাকা বাড়ছে, এবং মোট শুল্ক-কর দাঁড়াচ্ছে ১১৬ টাকা। ফলে বাজারে মাল্টার দাম কেজি প্রতি ২৫০ থেকে ২৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
শতাধিক পণ্যে শুল্ক-কর বৃদ্ধি
সরকার শুধু ফলেই নয়, রান্নার গ্যাস, মুঠোফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, রেস্তোরাঁর খাবার, টিস্যু, ঢেউটিন, রংসহ শতাধিক পণ্য ও সেবার ওপর শুল্ক-কর বৃদ্ধি করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করে এই নতুন কর হার কার্যকর করেছে, যা ইতিমধ্যে বাজারে প্রভাব ফেলেছে।
বছরে ১২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য
এনবিআরের দুটি কর্মকর্তার মতে, এই কর বৃদ্ধির মাধ্যমে বছরে ১২ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করা হবে। তবে অর্থনীতিবিদরা মনে করেন, এই কর বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ ফেলবে। বিশেষ করে, মধ্যম ও নিম্নমধ্যম আয়ের মানুষের জন্য এটি আরও কঠিন পরিস্থিতি সৃষ্টি করবে।
অপরিহার্য পণ্যে কর বৃদ্ধি জীবনে চাপ বাড়াবে
অর্থনীতিবিদরা বলছেন, ফল, মুঠোফোন সেবা, ইন্টারনেট, রান্নার গ্যাস, পোশাক এবং রেস্তোরাঁর খাবারের মতো পণ্য ও সেবা এখন জীবনযাত্রার অপরিহার্য অংশ। এই পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ফলে সরাসরি জীবনযাত্রার ব্যয় বাড়বে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বৃদ্ধি পাবে, যা তাদের জন্য আরও বড় চাপ সৃষ্টি করবে।
প্রতিটি পণ্যে কর বৃদ্ধি: বিশ্লেষণ
পণ্যের কর বৃদ্ধির হার বিশ্লেষণ করলে দেখা যায়, এক কেজি আপেল, মাল্টা ও কমলার করভার ১১৬ টাকা বেড়েছে। ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের করভার ১০২ টাকা হয়েছে। এমনকি, মুঠোফোনে ১০০ টাকা রিচার্জ করলে এখন ৩০ টাকা কর দিতে হচ্ছে।
ইন্টারনেট ও রেস্তোরাঁ সেবায় করের প্রভাব
ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য করভার বেড়ে ৭৭ টাকা হয়েছে, যা আগে ছিল ২৫ টাকা। এই কর বৃদ্ধির ফলে ইন্টারনেট সেবাদাতারা আগের মতো ভ্যাট রেয়াত না নিতে পারায় গ্রাহকদের জন্য খরচ বাড়ছে। রেস্তোরাঁর ক্ষেত্রে খাবারের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। আগে ১ হাজার টাকার খাবারের জন্য ৫০ টাকা ভ্যাট দিতে হতো, এখন তা বেড়ে ১৫০ টাকা হয়েছে। ক্রেতারা এই বাড়তি ভ্যাট দেখে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, বিশেষ করে ঢাকার মতো জায়গায়, যেখানে রেস্তোরাঁর খাবারের দাম এমনিতেই বেশ চড়া।
শিল্পখাতে শুল্ক বৃদ্ধির প্রভাব
শিল্পখাতেও শুল্ক বৃদ্ধি প্রভাব ফেলেছে। এলপিজি, ইস্পাত, রংসহ নির্মাণ খাতে ব্যবহৃত পণ্য ও উপকরণের করভার বেড়েছে। এই কর বৃদ্ধির ফলে ব্যবসায়ীরা তাদের উৎপাদন খরচ বৃদ্ধির আশঙ্কা করছেন, যা সরাসরি ভোক্তাদের ওপর চাপ ফেলবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।