facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ ডিসেম্বর সোমবার, ২০২৪

Walton

মসজিদুল হারামে নতুন মিম্বার


২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার, ১২:১৪  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


মসজিদুল হারামে নতুন মিম্বার

হিজরি নববর্ষের শুরুতেই পবিত্র মসজিদুল হারামে পরানো হয়েছে নতুন গিলাফ। এবার সেখানে যুক্ত করা হলো নতুন মিম্বার। ১৪৪৫ হিজরির প্রথম শুক্রবার (২১ জুলাই) জুমার খুতবা নতুন এই মিম্বারেই দেওয়া হয়।

নতুন এই মিম্বারের সাজসজ্জায় আগের চেয়ে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। মসজিদুল হারামের নতুন সম্প্রসারিত আর-রুওয়াক অংশের স্থাপত্যশৈলীর নকশায় মিম্বারটির ডিজাইন করা হয়েছে।

কাঠের তৈরি সাদা রঙের এই মিম্বারে ইমামের বসার জায়গা ছাড়াও দুটি সিঁড়ি রয়েছে। চারপাশে চারটি খুঁটির ওপর তৈরি করা রয়েছে একটি দৃষ্টিনন্দন ছাদ। ছাদের ওপর সোনালি রঙের তারকা রয়েছে। সামনের দিকে রয়েছে ছোট একটি দরজা। মিম্বারের চারপাশে সোনালি রং দিয়ে আটবার ‘আল্লাহু’ লেখা রয়েছে, যা সূর্যের আলোতে ঝলমল করতে থাকে।

মসজিদুল হারামের মিম্বারটির উচ্চতা তিন দশমিক শূন্য চার মিটার এবং প্রস্থ এক দশমিক ২০ মিটার। অফ হোয়াইট কালারের মিম্বারটি যুগোস্লাভ অ্যালাবাস্টার দিয়ে তৈরি। নতুন মিম্বারটিতে ইমামের জন্য বিশেষ এয়ার কন্ডিশনারের সুবিধা রয়েছে।

পবিত্র কাবা প্রাঙ্গণে গত শুক্রবার ১৪৪৫ হিজরি নববর্ষের প্রথম জুমা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন শায়খ ড. ইয়াসির আল দাওসারি।

আগে মক্কার খলিফা ও গভর্নররা কাবার সামনে মাটিতে দাঁড়িয়ে জুমার খুতবা দিতেন। কাবা শরিফে মিম্বরের ওপর সর্বপ্রথম খুতবা দেন হজরত মুয়াবিয়া (রা.)। পরে বিভিন্ন সময় আরও অনেকবার মিম্বার পাল্টানো হয়েছে। তবে কোনো মিম্বারই স্থায়ীভাবে কাবা প্রাঙ্গণে স্থাপন করা হয়নি। বরং জুমার দিনে মসজিদে হারাম থেকে মাতাফে মিম্বারটি এনে তাতে খতিবরা খুতবা দেন।

সূত্র : হারামাইন ওয়েবসাইট

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: