১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার, ০১:৩৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
সৌদি আরবের মসজিদে নববির ইমাম ও খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন শায়খ আহমদ আল হুজাইফি। নিয়োগের মাত্র সাত মাসের মাথায় তিনি এ সিদ্ধান্ত নিলেন। হারামাইন পরিষদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, হারামাইন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট শায়খ সুদাইস তার পদত্যাগ গ্রহণ করেছেন এবং তার আগামীর প্রচেষ্টার জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
শায়খ আহমদ আল হুজাইফির পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সাধারণত এসব বিষয়ে হারামাইন পরিষদ কখনোই বিশদ ব্যাখ্যা দেয় না।
মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলি বিন আবদুর রহমান আল হুজাইফির সন্তান শায়খ আহমদ আল হুজাইফি গত বছরের ৭ ডিসেম্বর মসজিদে নববির খতিব হিসেবে নিয়োগ পান। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সম্মতিক্রমেই তাকে এ নিয়োগ দেওয়া হয়। এর আগে অবশ্য তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা গেছে, শায়খ আহমদ আল হুজাইফি ১৪৩৮ হিজরি থেকে মসজিদে নববিতে তারাবি ও তাহাজ্জুদের নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিন বছর পর ১৪৪১ হিজরিতে তিনি মসজিদে নববির নিয়মিত ইমামেরও দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি ইসলামিক ইউনিভার্সিটি মদিনা ও তাইবা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।
শায়খ আহমদ আল হুজাইফির আগে এ বছরই মসজিদুল হারামাইনের আরেক জনপ্রিয় ইমাম পদত্যাগ করেন। ৩২ বছর দায়িত্ব পালন করার পর এ বছরের জানুয়ারিতে নিজ দায়িত্ব থেকে ইস্তফা দেন মসজিদে হারামের ইমাম শায়খ ড. সাউদ বিন ইবরাহিম আল শুরাইম। দুই বছর ধরে ইমামতিতে তার অনুপস্থিতি অনেক আগেই তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়েছিল।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।