১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার, ০১:৩১ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বর্তমান চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের স্থলাভিষিক্ত হবেন তিনি।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার যুগ্ম সচিব আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন অনুযায়ী মো. মহিউদ্দিন আহমেদকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে তার চুক্তির দ্বিতীয় মেয়াদের অবশিষ্টকাল অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে ২৯ মে ২০২৫ পর্যন্ত বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
মহিউদ্দিন আহমেদ ২০১৯ সালের ৩০ মে বিটিআরসিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার হিসেবে যোগ দেন। গত বছরের ১ নভেম্বর বিটিআরসির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এই প্রকৌশলী।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জনের পর ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রিও নিয়েছেন মহিউদ্দিন। দীর্ঘদিন বিদেশে বহুজাতিক প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।