facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

মাত্র ২ হাজার টাকা বিনিয়োগে লাখপতি ববি শিক্ষার্থী শহিদ


১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার, ১১:৩২  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


মাত্র ২ হাজার টাকা বিনিয়োগে লাখপতি ববি শিক্ষার্থী শহিদ

শহিদ হাসান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন গত বছর। ২০১৮ সালে চতুর্থ বর্ষে থাকাকালে বাবার অনুপ্রেরণায় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। প্রথমে মাত্র ২০০০ টাকা পুঁজি দিয়ে অনলাইন প্লাটফর্মে আমের ব্যবসা শুরু করেন।

প্রথম বছরে ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রচারের মাধ্যমে ভালো সাড়া পান। সে বছরেই প্রায় দেড়শ মণ আম বিক্রি করেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অনলাইনে আম বিক্রির সাড়া পেয়ে ব্যবসায়ের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেন ৷ ২০১৯ সাল থেকে আমের পাশাপাশি সারাবছর বিভিন্ন ধরনের মধু বিক্রি শুরু করেন অনলাইনে।

সাতক্ষীরার বিভিন্ন উপজেলার বাগান থেকে পাইকারি দরে আম কিনে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের রিটেইলার ও গ্রাহকদের কাছে পৌঁছে দিতেন তিনি। ফলে গত সিজনে অনলাইনে প্রায় ১১ লাখ টাকার আম বিক্রি করে প্রায় এক লাখ বিশ হাজার টাকা আয় করেন তিনি। চলতি সিজনে এখন পর্যন্ত ৮০ হাজার টাকা আয় করেছেন আম বিক্রি করে। অনলাইন প্লাটফর্মকে কাজে লাগিয়ে এখন বাংলাদেশের একজন সেরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন তরুণ এই উদ্যোক্তা। এভাবেই ক্ষুদ্র থেকে একজন সফল উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প বলছিলেন শহিদ হাসান।

শহিদের সঙ্গে কথা হলে তিনি জানান, সাতক্ষীরা জেলার আমের মধ্যে হিমসাগর বিখ্যাত। এ ছাড়া বিভিন্ন জাতের আম রয়েছে- গোপালভোগ, হাড়ি ভাঙ্গা, ল্যাংড়া, আম্রপালি, মল্লিকা। এসব আমের সারা দেশে ব্যাপক চাহিদা রয়েছে। তবে অন্য বছরের চেয়ে এ বছর আমের দাম তুলনামূলক কিছুটা বেশি। ফলে বেশি দাম দিয়ে হলেও অনেকেই সাতক্ষীরার আম কিনতে পছন্দ করে। শহিদ বলেন, আমার পাঠানো আম প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়ে যায় এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পৌঁছেছে৷

এদিকে ব্যবসা প্রসারের জন্য ‘আমরাজ’ নামে একটি পেজ খোলেন ফেসবুকে। যেখানে বিভিন্ন রকম আমের ভিউ দেখানো হয়। ক্রেতারা অনলাইনে প্রোডাক্ট দেখে পছন্দ অনুযায়ী অনলাইনে অর্ডার করতে পারেন। আমের পাশাপাশি বিভিন্ন ধরনের মধু অর্ডার করতে পারবেন এই পেজ থেকে৷

করোনাকালে পরিবহন জটিলতা ও পাইকারদের অভাব থাকায় আম ব্যবসায় কিছুটা বিক্রি কম হলেও মধুতে ওই সময়ে ব্যাপক চাহিদা ছিল। মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা মধুতে আয় হতো শহিদের।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: