১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার, ০৫:২৮ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
গত কয়েকদিন ধরে বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনা চলছে। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মাদরাসাতেও এই নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা করার নির্দেশনা দিয়েছিল মাদরাসা শিক্ষা অধিদপ্তর। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবার নতুন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। এতে বলা হয়েছে, পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য রক্ষা করে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষ পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন স্বাক্ষরিত নির্দেশনায় এ কথা বলা হয়েছে। এর আগে গত ২০ মার্চ সরকারে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্তে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপন এবং মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি।
সেখানে বলা হয়, রোজার কারণে ছুটি থাকলেও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে হবে। সেদিন সকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করতে হবে।
নির্দেশনায় বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র্যালি করতে হবে।
গত ৪ এপ্রিল কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকেও মাউশির মতো একই নির্দেশনা দেওয়া হয়েছিল। মাদরাসায় এমন আয়োজন করার নির্দেশনা নিয়ে আলোচনা-সমালোচনা হয়। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন বলেছেন, প্রতিষ্ঠানগুলো কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের পাশাপাশি দেশ ও জাতির জন্য দোয়ার আয়োজন করবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।