২৯ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার, ০৮:১০ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
মানসিকতার বদল করলে পর্যটনে নারীর অংশগ্রহণ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নারীদের নারী হিসেবে, মানুষ হিসেবে চিন্তা করলে অনেক কিছু বদলে যাবে বলে মনে করেন তারা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘পর্যটন শিল্পে নারীর অংশগ্রহণ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশন সাবেক চেয়ারম্যান এবং সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগম বলেন, `আমি যখন প্রথম নারী বিচারক হিসেবে জয়েন করি, তখন আমাকে দেখার জন্য শত শত মানুষ এসেছিল। তারা ভাবছিল নারী বিচার করবে? আসলে তখন আমরা যদি পিছিয়ে আসতাম এখন আর এতদূর এগিয়ে আসতে পারতাম না।`
এই বিচারক বলেন, `পর্যটনেও নারীরা এগিয়ে আসবে, সেদিন আর বেশিদূর নয়। তাদের অংশগ্রহণ বাড়বে। এটা আমাদের বড় চ্যালেঞ্জ। অনেকে মনে করত নারীরা কী পারে। কিন্তু তারা যে পারে এখন তা প্রমাণ হয়ে গেছে। আমি নারী, আমি আমার যোগ্যতার জায়গাটুকু চাই। আমরা পারব, ইনশাআল্লাহ।`
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাবের প্রেসিডেন্ট আব্দুস সালাম আরেফ বলেন, `শুরুর দিকে এই খাতে তিন চারজন ছিল। কিন্তু এখন আটাবের সদস্য ২০০ জন। প্রতিটি এজেন্সিতে নারীরা আছেন৷ এ খাতে অপার সম্ভাবনা আছে। এজন্য তিনি নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।`
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেব। এ সময় আরো বক্তব্য দেন আইএসসি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির ডিরেক্টর মিজ নাফিজ ইসলাম লিপি, ডান ও ব্রেডস্ট্রিটের সিইও জারা জাবিন মাহবুব, শেয়ারট্রিপের কো-ফাউন্ডার ও সিউও সাদিয়া হক।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।