facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

মিডল্যান্ড ব্যাংক ও এএমজেড হাসপাতালের মধ্যে চুক্তি


০৫ নভেম্বর ২০২৩ রবিবার, ০৪:৫১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


মিডল্যান্ড ব্যাংক ও এএমজেড হাসপাতালের মধ্যে চুক্তি

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) ও এএমজেড হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান মো. রাশেদ আক্তার এবং এএমজেড হাসপাতালের উপদেষ্টা মো. আরসাদুজ্জামান খান।

এ সমঝোতা স্মারকের অধীনে মিডল্যান্ড ব্যাংকের সব কার্ড হোল্ডার ও ব্যাংকে কর্মরত সব কর্মকর্তা এবং তাদের ওপর নির্ভরশীলরা হাসপাতালটির প্যাথলজিকাল পরীক্ষায় সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন এবং ইমেজিং পরিষেবাগুলিতে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এবং এএমজেড হাসপাতালের ম্যানেজার, বিজনেস ডেভলটমেন্ট, ফয়সাল হালিমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, রাজধানীর উত্তর বাড্ডায় অবস্থিত এএমজেড হাসপাতাল দেশের একটি প্রসিদ্ধ বিশেষায়িত হাসপাতাল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ