facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

মিয়ামিকে শেষ আটে নিলেন মেসি


১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার, ১০:০৪  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


মিয়ামিকে শেষ আটে নিলেন মেসি

লিওনেল মেসির গোলে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের আগ্রগামিতায় আসরটির শেষ আটে পৌঁছে গেছে তাতা মার্তিনোর শিষ্যরা। এদিন গোল করার পাশাপাশি লুইস সুয়ারেজকে দিয়ে আরেকটি গোল করান আর্জেন্টাইন তারকা।

এর আগে প্রথম লেগে ন্যাশভিলের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছিল মিয়ামি। সেই ম্যাচেও মেসি-সুয়ারেজ একটি করে গোল পেয়েছিলেন। মিয়ামির হয়ে আজ অন্য গোলটি এসেছে রবার্ট টেলরের কাছ থেকে। যেখানে ম্যাচের ৮ মিনিটে মায়ামির প্রথম গোলটি আসে সুয়ারেজের কাছ থেকে। ন্যাশভিলের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বক্সের মধ্যে সুয়ারেজকে দারুণ এক পাস দেন মেসি। এরপর সুয়ারেজ গোলের কাজটা সারেন।

ম্যাচের ২৩তম মিনিটে মেসি গোল করেন। ডি–বক্সের মধ্যে দিয়েগো গোমেজের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। সব মিলিয়ে চলতি মৌসুমে মায়ামির হয়ে ৫ ম্যাচে মেসির গোল ৫টি, করিয়েছেন আরও ৪টি।

দ্বিতীয়ার্ধের ৫ মিনিট পরই মেসিকে তুলে নেন মার্তিনো। মেসিকে তখন কেন তুলে নেওয়া হয়েছে, সেই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। মেসির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন টেলর। ৬৩ মিনিটে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে মিয়ামিকে নিরাপদ স্থানে নিয়ে যান তিনিই।

ন্যাশভিলের স্যাম সারিডজ গোল করে ব্যবধান কমান ম্যাচের ৯৩ মিনিটে। মিয়ামি প্রথমবারের মতো কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলছে। গত মৌসুমে মেসির কল্যাণেই এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ