facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

মুডিস আরও কমাল ঋণমান, রাজনৈতিক অস্থিরতায় সতর্কতা


১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার, ১০:৪৯  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


মুডিস আরও কমাল ঋণমান, রাজনৈতিক অস্থিরতায় সতর্কতা

বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণমান আবারও কমিয়েছে আন্তর্জাতিক রেটিং প্রতিষ্ঠান মুডিস। ‘বি১’ থেকে ‘বি২’–এ নামিয়ে আনা হয়েছে ঋণমান, পাশাপাশি অর্থনীতির পূর্বাভাসকে ‘স্থিতিশীল’ থেকে ‘ঋণাত্মক’ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। সোমবার সিঙ্গাপুর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে মুডিস জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্বলতা এবং সরকারের নগদ অর্থপ্রবাহে ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুডিসের মতে, চলমান রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নগতি বাংলাদেশকে স্বল্পমেয়াদি ঋণের ওপর আরও নির্ভরশীল করে তুলছে। পাশাপাশি, ব্যাংকিং খাতের তারল্য সংকট এবং সম্পদের মানের ঝুঁকিও বেড়েছে।

রিজার্ভ কমে আসা, আইনশৃঙ্খলার অবনতি, এবং সামাজিক অস্থিরতা দেশের বহিঃস্থ দুর্বলতা এবং বিনিয়োগ পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে আন্তর্জাতিক ঋণের সুদ বেড়ে যেতে পারে এবং বিদেশি বিনিয়োগেও ভাটা পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকেরা।

অর্থনীতির চাপ আরও বাড়ার শঙ্কা

মুডিসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পণ্য সরবরাহ ব্যাহত হওয়া এবং অভ্যন্তরীণ চাহিদার দুর্বলতার কারণে রপ্তানি খাত, বিশেষত তৈরি পোশাক শিল্প, চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর পাশাপাশি রাজস্ব সংকট এবং মূল্যস্ফীতির চাপে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও বাধাগ্রস্ত হতে পারে।

বিশ্বের শীর্ষ তিনটি ঋণমান যাচাইকারী সংস্থার একটি মুডিসের এমন সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ফিচ রেটিংস এবং এসঅ্যান্ডপি-র মতো অন্যান্য সংস্থার পর্যবেক্ষণের সঙ্গে মিলিয়ে এটি ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশকে প্রভাবিত করবে।

অর্থনীতিবিদরা মনে করছেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সংকটে পড়তে পারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: