০৮ জুন ২০২৪ শনিবার, ০১:৫৭ পিএম
বিনোদন ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবিতে স্বল্প উপস্থিতিতেই নজর কেড়েছেন তৃপ্তি দিমরি। এ ছবির মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। তবে তৃপ্তি দিমরি কিন্তু শোবিজ দুনিয়ায় কাজ করছেন ২০১২ সাল থেকে।
এবার নতুন সুখবর দিলেন তৃপ্তি। বান্দ্রা পশ্চিম এলাকার কার্টার রোডে একটি দ্বিতল বাংলো কিনেছেন অ্যানিমেলখ্যাত নায়িকা। ১৪ কোটি রুপির এই ফ্ল্যাটটি বান্দ্রার কার্টার রোডে অবস্থিত। বান্দ্রার কার্টার রোডে শাহরুখ, সালমান, রেখাসহ বহু তারকা থাকেন। রণবীর কাপুর ও আলিয়া ভাটও একই এলাকায় থাকেন। তৃপ্তির নতুন ফ্ল্যাটে আছে আধুনিক সব সুযোগ-সুবিধা।
এর মোট আয়তনের মধ্যে রয়েছে ২,২২৬ বর্গফুট জমি এবং ২,১৯৪ বর্গফুটের বিল্টআপ এরিয়া, যার জন্য গত ৩ জুন চুক্তিবদ্ধ হয়েছেন তৃপ্তি। বর্তমানে ভিকি কৌশল এবং অ্যামি ভির্ক অভিনীত ‘ব্যাড নিউজ’ ছবিতে লিড রোলে রয়েছেন তৃপ্তি। এ ছাড়া করণ জোহরের ধড়ক ২-তেও মুখ্য ভূমিকায় রয়েছেন তৃপ্তি। তৃপ্তির হাতে এখন একের পর এক প্রোজেক্ট।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।