facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

মুস্তাফিজের ছন্দে উচ্ছ্বসিত সাবেক কোচ ডোনাল্ড


১৮ জুন ২০২৪ মঙ্গলবার, ০২:০৮  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


মুস্তাফিজের ছন্দে উচ্ছ্বসিত সাবেক কোচ ডোনাল্ড

মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে বিশ্বকাপের আগেও চরম নড়বড়ে ছিল বাংলাদেশ দলের অবস্থা। তবে বিশ্বকাপ শুরু হতেই যেন যাদুর কাঠির স্পর্শে জ্বলে উঠল বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছে শ্রীলংকাকে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথ অনেকটাই মসৃণ করে টাইগাররা।

শেষ ম্যাচে নেপালকে হারিয়ে ৮ম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করে শান্তরা। এই জয়ের নায়ক এক কথায় তানজিম হাসান সাকিব। কিন্তু তার পাশে সমান তালে সঙ্গ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাই তো পুরানো গুরু অ্যালান ডোনাল্ডও ফিজকে অভিনন্দন জানাতে দেরি করলেন না।

বাংলাদেশের ব্যাটাররা পুনরায় ব্যর্থ হয়েছেন নেপালের সামনে। মাত্র ১০৬ রানেই সবাই ফিরেছেন সাজঘরে। পরাজয় অনেকটাই নিশ্চিত ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু তখনও যে বাকি ছিল অনেক গল্প! পুরো সমীকরণই পাল্টে দিলেন বল হাতে তানজিম ও মুস্তাফিজ।

চার ওভার বল করে মাত্র সাত রান দিয়ে তানজিম নেন চার উইকেট। তার গতির সামনে যেনো দাঁড়াতেই পারেনি নেপালের ব্যাটসম্যানরা। একে একে চার, শূন্য, এক, এক রানে ফিরেছেন। কিন্তু কাটার মাস্টারের ঝড় তখনও যেন বাকিই রয়ে গিয়েছিল। প্রথমই বাংলাদেশের জন্য বিপদ হয়ে উঠা দুই ব্যাটারকে ফেরান ফিজ। তখনও বাংলাদেশের জন্য শঙ্কা কাটেনি।

এই অবস্থায় ১৯তম ওভারে যেন জাদুর কাঠি ঘুরালেন এই ফিজ। পাঁচটি ডট বল ও এক উইকেট নিয়ে জয় নিজেদের হাতে এনে দিলেন। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক শেষ হওয়া। তা শেষ করেন সাকিব আল হাসান।

বাংলাদেশ পেল ২১ রানের জয়। পৌঁছে গেল শেষ আটে। এমন এক জয়ের পর সদ্য দায়িত্ব ছাড়া বোলিং গুরু অ্যালান ডোনাল্ড মুস্তাফিজের প্রশাংসায় ভেসেছেন।

মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যেম লেখেন, ‘দুর্দান্ত ফিজ। চার ওভার, সাত রান, তিন উইকেট। কী দারুণ এক জয় এনে দেওয়ার মতো পারফরম্যান্স।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ