১৮ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার, ০৫:৪৩ পিএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ বারের শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আসরের প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত খেলছেন তিনি। বল হাতে উইকেটও পেয়ে যাচ্ছেন নিয়মিত। শুরুর দিকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে তার নাম থাকলেও বর্তমানে রয়েছেন দ্বিতীয় স্থানে। যদিও সবশেষ ম্যাচে তিনি ছিলেন বেশ খরুচে। বিশ্বকাপের আগে এমন দারুণ ছন্দে থাকার পরও টুর্নামেন্টটি শেষ না করেই তাকে চলতি মাস শেষ হলেই ধরতে হবে দেশের বিমান।
কেননা আগামী মাসের শুরুতেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে টাইগার পেসারকে বাংলাদেশের জার্সিতে চাইছে বিসিবির এক অংশ। অন্যদিকে বিশ্বকাপের আগে আইপিএলে ফিজের প্রস্তুতির সেরা অংশ মনে করছেন অনেকে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও টাইগার পেসারের আইপিএল পুরো ম্যাচ না খেলা নিয়ে বাস্তববাদী হওয়ার চেষ্টা করেছেন বিসিবির পরিচালক এবং আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।
আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘এটার উত্তর দেওয়া কঠিন। দেশ তো সবার আগে আমি সবসময়ই বলি। দেশের প্রতিনিধিত্ব করার মত আনন্দ কোনো কিছুতেই নেই। তবে পরিস্থিতি কী ডিমান্ড করবে, উনারা (বিসিবি) কী ভেবেছেন আসলে। আমি জাতীয় দলের সেটাপের সাথে নাই আসলে, অপারেশন্সের ভাইস চেয়ারম্যান হলেও মিটিংয়ে যাচ্ছি না আসলে, সময় হয় না। অবশ্যই জালাল (ইউনুস) ভাই একটা চিন্তা করেই এই বক্তব্যটা দিয়েছেন। উনি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান, গার্ডিয়ান। আমাকে এটাই ধরে নিতে হবে উনার কথাটাই ঠিক।’
মুস্তাফিজের আইপিএল থেকে শেখা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখা সবখানেই আছে। প্রিমিয়ার লিগেও শিখার আছে। আজকের একটা সিনারিওও শেখার হতে পারে। হয়ত উনি (জালাল ইউনুস) এইটাকে অইভাবে মিন করেননি। উনি বলেছেন মুস্তাফিজ এত বছর ধরে খেলছে। মুস্তাফিজ এখন আর তানজিম (হাসান) সাকিবের মত নয়। সে একটা বড় নাম বিশ্ব ক্রিকেটে। হয়তবা জালাল ভাই অই অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছেন। মুস্তাফিজের যে অভিজ্ঞতা আছে তাতে ভারতের অনেক বোলাররা ওর থেকে ওর কাটার বা এরকম জিনিস শিখতে পারবে।’
‘দিনশেষে আমি মনে করি দেশ সবার আগে। মুস্তাফিজ যদি আইপিএল খেলতে পারত আমিও খুশি হতাম। যদি দেশের খেলা না থাকত সমস্যা হত না আসলে। এখন অনেকে হয়ত বলবেন নিউজিল্যান্ডের প্লেয়াররা তো খেলছে। আমাদের দেশে তো ১০টা মুস্তাফিজ নেই আসলে এটাও চিন্তা করতে হবে আমাদের।’
সুজন আরও বলেন, ‘অবশ্যই আইপিএল যে স্ট্যান্ডার্ডে গিয়েছে এটা হইতেই পারে। অনেক সময় দেশ আগে চলে আসে। ভারতে কিন্তু প্লেয়ার আছে। ভারতের দ্বিতীয় সারির দলও যেকোনো দলের সাথে ফাইট করতে পারে, জিততেও পারে। আমাদের সেরকম নাই তো বেঞ্চ শক্তি। আমি যদি বলি এখন বাংলাদেশের নেক্সট টেস্ট ওপেনার কে কে আছে? আপনি কিন্তু আটকায়ে যাবেন।’
‘ভারতে কিন্তু ১০-১২ জনের নাম বলে দিবে। (যশস্বী) জাইসওয়াল পারবে, ও পারবে, সে পারবে। সিদ্ধান্ত যখন হয়, কোচিং ম্যানেজমেন্ট আছেন, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আছেন, সহকারী কোচরা আছেন তারা অবশ্যই চিন্তা করছেন কোনটা ভালো কোনটা ভালো। তাদের সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত।’
মুস্তাফিজকে জিম্বাবুয়ে সিরিজের জন্য গুরত্বপূর্ন কি না তার ব্যাখা দিয়ে সুজন বলেন, ‘নট রিয়েলি। মুস্তাফিজ আসা মানেই যে জিম্বাবুয়ের সাথে খেলবে এমন না। তার ওয়ার্কলোড ম্যানেজ করার কথা তো জালাল ভাই বলেছেন। মুস্তাফিজ হয়তবা প্রথম দুই ম্যাচ নাও খেলতে পারে। একটা সেটআপের সাথে থাকা, টিমের বন্ডিং আছে। এমন না যে মুস্তাফিজ না খেললে বাংলাদেশ জিতবে না।’
‘আমি মনে করি তাসকিন না খেললে বাংলাদেশ জিতবে না এটা কোনো কথাই না। অন্য কোনো টপ ব্যাটার না খেললে বাংলাদেশ জিতবে না এমনও না। যেটা তারা প্ল্যান করেছে সেটা তো আমি জানি না। আমার বলাটা তাদের বিপক্ষে চলে যাবে। এর আগে একটা বিশ্বকাপে কিন্তু তারা ক্লান্ত ছিল। ক্লান্ত থাকায় তাদের পারফরম্যান্স ভালো হয়নি। গত টি-টোয়েন্টি আমরা ভালো করতে পারিনি, সুতরাং আমাদের জন্য আরও একটু সুযোগ বিশ্বকাপে যেন পারফরম্যান্স দেখাতে পারি।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।