১০ নভেম্বর ২০২৪ রবিবার, ১২:২২ পিএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
পিছিয়ে পড়া ইন্টার মিয়ামি লিওনেল মেসির গোলে সমতা পায়। তবে শেষ রক্ষা হয়নি ফ্লেরিডার দলটির। নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ৩-২ গোলের হেরে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে মিয়ামি। যেখানে আটলান্টা পৌঁছে গেল ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে।
যদিও প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে এই আটলান্টার বিপক্ষেই ২-১ গোলে জেতায় সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছিল মিয়ামি। পরে তিন ম্যাচের দ্বিতীয়টিতে গত ২ নভেম্বর মিয়ামি ম্যাচ হারে ২-১ ব্যবধানে। আর আজকের হারে বিদায় ঘটল।
এদিন ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মিয়ামি। তবে ১৯ থেকে ২১—৩ মিনিটের মধ্যে জোড়া গোল করে মিয়ামিকে স্তব্ধ করে দেন আটলান্টার সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে।
মিয়ামি কোচ জেরার্দ মার্তিনো দ্বিতীয়ার্ধে একসঙ্গে তিনটি বদল আনেন। তাতে দলটির খেলায় গতি বাড়ে। এর ফলও আসে দ্রুতই। ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে মার্সেলো ভাইগান্টের দুর্দান্ত ক্রসে লাফিয়ে উঠে বলে মাথা ছুঁয়ে গোল করেন মেসি। মিয়ামি ২-২ আটলান্টা। এরপর ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোলটা মিয়ামিকে একেবারেই স্তব্ধ করে দেয়। ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে আটলান্টা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্টার মিয়ামির রাজ্য (ফ্লোরিডা) প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।