২৬ অক্টোবর ২০২৪ শনিবার, ১২:২৩ পিএম
বিনোদন ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
ইন্টার মিয়ামির সাফল্যের বড় অংশ জুড়েই যেন লিওনেল মেসি। তিনি গোল পেলে মেজর লিগ সকারের ক্লাবটি জয় পায়, এটি একরকম নিয়মই হয়ে দাঁড়িয়েছে। এবার অবশ্য তার গোল ছাড়াই মিয়ামি জয় পেয়েছে। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মিয়ামি জিতেছে ২-১ গোলে। এতে এমএলএসে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তাতা মার্তিনোর শিষ্যরা।
শনিবার ঘরের মাঠে চেজ স্টেডিয়ামে মিয়ামির হয়ে গোল দুটি করেছেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। তবে নিজে গোল না পেলেও আলবার করা ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছে মেসির সহায়তাতেই। যেখানে এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেল মিয়ামি।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। এরপর প্রতিপক্ষের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে তারা। ৭ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে না দিলে ব্যবধান তখনই বাড়াতে পারত মিয়ামি। আক্রমণের বন্যা বইয়ে দিলেও স্রোতের বিপরীতে ম্যাচে ৩৯ মিনিটে সমতা ফেরায় আটলান্টা। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে মেসি-জর্দি আলবা যুগলবন্দীতে মিয়ামি পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল। বাঁ প্রান্ত দিয়ে গড়া আক্রমণে মেসি পাস বাড়ান আলবার উদ্দেশে। বল পেয়ে বক্সের বাইরে থেকে অনেকটা মেসি-স্টাইলেই শট নিয়ে বল জালে জড়ান আলবা। এদিকে তিন ম্যাচের প্লে–অফের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩ নভেম্বর ভোর ৫টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। আর ১০ নভেম্বর চেজ স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে মায়ামি ও আটলান্টা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।