facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

মেসি জাদুতে ড্র করল মিয়ামি


০৮ মার্চ ২০২৪ শুক্রবার, ০১:৩০  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


মেসি জাদুতে ড্র করল মিয়ামি

লিওনেল মেসি গোল করছেন আর তার দল হেরেছে এমন ঘটনা খুব কম ঘটেছে। শুক্রবার (৮ মার্চ) আরেকবার তেমন অবস্থার দিকেই যাচ্ছিল ম্যাচ। তবে পারল না প্রতিপক্ষ। আরেকবার ঝলক দেখালেন আর্জেন্টাইন তারকা। তাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে নাশভিলের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে জেরার্দো মার্টিনোর দল।

শুক্রবার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকালে নাশভিলের মুখোমুখি হয়েছিল মিয়ামি। তাতে জ্যাকব শাফেলবার্গের জোড়া গোলে এগিয়ে যায় মিয়ামি। বিরতির পর দলের ত্রাতা হয়ে আসেন মেসি। বা পায়ের দারুণ এক গোলে ব্যবধান কমালেও নির্ধারিত সময়ে এগিয়ে ছিল নাশভিলে। যোগ করা সময়ে ঝলক দেখালেন লুইস সুয়ারেজ। আর তাতেই মিয়ামির বাজিমাত।

নাশভিলেকে ধরা হয় মিয়ামির সবচেয়ে কঠিনতম প্রতিপক্ষ। এই দলের বিপক্ষে হারের রেকর্ড আছে মেসিদের। আজও শুরুতেই মায়ামির রক্ষণ এলোমেলো করে এগিয়ে যায় নাশভিলে। চতুর্থ মিনিটের মাথায় গোল করে মিয়ামিকে দুশ্চিন্তায় ফেলে দেন শাফেলবার্গ।

প্রথমার্ধের শুরুতে মিয়ামির আক্রমণভাগ ছিলে একেবারেই পানসে। সময়ের সঙ্গে মেসি-সুয়ারেজরা ধারালো হয়ে উঠলেও নাশভিলের রক্ষণ ভেদ করতে পারেননি। তাতে প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় নাশভিলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মায়ামিকে আরও একবার চমকে দেয় নাশভিলে। আবারও দৃশ্যপটে শাফেলবার্গ। ৪৬তম মিনিটে দারুণ এক আক্রমণে মার্টিনোর দলের রক্ষণকে পরাস্ত করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন কানাডিয়ান তারকা শাফেলবার্গ।

তবে ব্যবধান্টা ধরে রাখতে দেননি মেসি। এর ঠিক ছয় মিনিট পর সতীর্থদের সঙ্গে দারুণ পাসিং ফুটবল খেলে প্রতিপক্ষের ডি-বক্সে ডুকে পড়েন আর্জেন্টাইন তারকা। এরপর বা পায়ের চিরচেনা শটে কোনা দিয়ে জাল খুঁজে নেন। গোল পেয়ে উজ্জিবীত হয়ে ওঠে মায়ামি। তবে সমতায় ফিরতে পারছিল না।

ম্যাচ তখন শেষের দিকে। নির্ধারিত সময়ও শেষ। মায়ামির সমর্থকেরাও প্রস্তুত নিচ্ছেন হার নিয়ে মাঠ ছাড়ার। তবে সেটা হতে দিলেন না লুইস সুয়ারেজ। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নাশভিলের গ্যালারিকে স্তব্ধ করে দেন উরুগুয়ের তারকা। তার গোলেই শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছাড়া মেজর লিগ সকারের দলটি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ