facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

মেসির ইন্টার মায়ামির সামনে ব্রাজিলিয়ান প্রতিপক্ষ


০৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ১১:৫৮  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


মেসির ইন্টার মায়ামির সামনে ব্রাজিলিয়ান প্রতিপক্ষ

আগামী বছর ফিফা ক্লাব বিশ্বকাপে তারকাখচিত কিছু ম্যাচ হতে যাচ্ছে, যা ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে চূড়ান্ত হয়েছে ৩২টি দলের ভাগ্য। ড্রয়ে মেসির ইন্টার মায়ামি পড়েছে গ্রুপ ‘এ’তে। তাদের প্রতিপক্ষ ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো এবং সৌদি আরবের আল আহলি।

তবে ড্রয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল গ্রুপ ‘এইচ’, যেখানে রিয়াল মাদ্রিদ ও আল হিলাল মুখোমুখি হতে যাচ্ছে। এতে ক্লাব পর্যায়ে দেখা যাবে ব্রাজিলিয়ান তারকা নেইমার ও রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের লড়াই। একই গ্রুপে রয়েছে পাচুকা ও সালজবুর্গ।

ড্র অনুষ্ঠানের আয়োজন ও বক্তৃতা

মায়ামিতে আয়োজিত ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভকামনা জানিয়ে বার্তা দেন। তিনি ফিফা সভাপতি ইনফান্তিনোকে ‘বিজয়ী’ উল্লেখ করে বলেন, “এই আয়োজন অসাধারণ কিছু হতে যাচ্ছে।”

ক্লাব বিশ্বকাপের কাঠামো ও সম্ভাবনা

২০২৪ সালের ক্লাব বিশ্বকাপে ৮টি গ্রুপে ৩২টি দল অংশ নেবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে শেষ ষোলোতে। আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এটি মূলত ২০২৬ বিশ্বকাপের একটি ‘ড্রেস রিহার্সেল’ হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে মেসির ইন্টার মায়ামি, যারা ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবে।

মায়ামির বিতর্কিত অংশগ্রহণ

ইন্টার মায়ামির ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শুরুতে বিতর্ক ছিল। এমএলএস সাপোর্টার্স শিল্ড জেতার পর তাদের অন্তর্ভুক্ত করা হয়। তবে এই বিতর্ক পেছনে ফেলে ক্লাবটি প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। এমএলএস কমিশনার ডন গারবার বলেন, “আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলতে চাই। এটি আমাদের লিগের উন্নতি ও শক্তি প্রদর্শনের এক বিরাট সুযোগ।”

গ্রুপ পর্বের হাইলাইটস

অন্যান্য আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি বনাম জুভেন্টাস, পিএসজি বনাম আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ বনাম বেনফিকা এবং বরুসিয়া ডর্টমুন্ড বনাম ফ্লুমিনেন্স।

গ্রুপ তালিকা

গ্রুপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি।
গ্রুপ বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।
গ্রুপ ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ।
গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবুর্গ।

এই প্রতিযোগিতা ফুটবলপ্রেমীদের জন্য এক মহোৎসব হয়ে উঠবে, যেখানে ক্লাব ফুটবলের সেরা দলগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়বে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ