facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪

Walton

মেসির জোড়া গোলে মিয়ামির বড় জয়


২১ এপ্রিল ২০২৪ রবিবার, ১০:০৩  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


মেসির জোড়া গোলে মিয়ামির বড় জয়

লিওনেল মেসির জোড়া গোলে এমএলএসে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিয়ামি। নাশভিলের বিপক্ষে দলের জয়ে বড় ভূমিকা রাখলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। রোববার (২১ এপ্রিল) চেজ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। এতে ৩-১ গোলে জয় পায় মিয়ামি।

মেসির পাস থেকে বাকি গোলটি করেন সার্জিও বুসকেটস। নাশভিলের গোলটি হয় আত্মঘাতি। ম্যাচের শুরুতে মিয়ামির ডিফেন্ডার ফ্রাঞ্চো নেগ্রির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নাশভিল। ম্যাচে ফিরতে সময় নেয়নি মিয়ামি। ১১ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করেন মেসি।

৩৯তম মিনিটে মেসির কর্নার থেকে হেড করে গোল করেন সার্জিও বুসকেটস। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দল। ৮১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি। এ জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ