০৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ১২:১২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৯ ওভারে। প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্স ৮৫ রান সংগ্রহ করে। সৌম্য সরকারের ১৩ বলে ২২, স্টিভেন টেলরের ২৭ বলে ৩২ এবং সাইফ হাসানের ১৪ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস রংপুরকে ভালো সংগ্রহ এনে দেয়।
লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রান (ডিএলএস নিয়মে), কিন্তু তাদের ইনিংস শুরুতেই ভেঙে পড়ে মেহেদী হাসানের দুর্দান্ত বোলিংয়ে। প্রথম ওভারে মেহেদী একাই নেন ৩ উইকেট।
মেহেদী নিজের দ্বিতীয় ওভারে মোহাম্মদ আখলাককেও ফিরিয়ে দিয়ে লাহোরের ইনিংস প্রায় ধসিয়ে দেন। দুই ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি।
লাহোরের মির্জা বেগ (২০ বলে ৩১) এবং টম অ্যাবেলের (১২ বলে ২৫) কিছুটা লড়াই করলেও দলটি শেষ পর্যন্ত ৮৭ রানে থেমে যায়।
আগামীকাল ফাইনালে রংপুরের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, যারা আগেই ৪ ম্যাচের তিনটিতে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ৯ ওভারে ৮৫/১ (স্টিভেন টেলর ৩২*, সাইফ হাসান ২৭*, সৌম্য সরকার ২২; মির্জা বেগ ১/১২)।
লাহোর কালান্দার্স (লক্ষ্য: ১১১): ৯ ওভারে ৮৭/৭ (মির্জা বেগ ৩১, টম অ্যাবেল ২৫; মেহেদী হাসান ৩/১১, চ্যাপেল ২/১৭)।
ফল: রংপুর রাইডার্স ২৩ রানে জয়ী (ডিএলএস পদ্ধতিতে)।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন টেলর।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।