১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার, ১২:২৭ পিএম
বিনোদন ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
আজ শুক্রবার ভারতের সঙ্গে বাংলাদেশে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘হুব্বা’। দেশের ৬৩ সিনেমা হলে চলছে ছবিটি। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার যমুনা ব্লকবাস্টারে আয়োজন করা হয়েছিল ছবির প্রিমিয়ার শো। সেখানে উপস্থিত ছিলেন মোশাররফ করিম, ‘হুব্বা’র পরিচালক ব্রাত্য বসুসহ শোবিজ অঙ্গনের অনেকে।
এদিন ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী, চিত্রনায়িকা বর্ষা। তারা দুজনেই ছবিটির প্রতি শুভকামনা রাখার পাশাপাশি মোশাররফ করিমের ভূয়সী প্রশংসা করেন।
অনন্ত বলেন, আমরা সব সময়ই বাংলা ছবির পক্ষে। বাংলা ছবি ভালো চলুক, দর্শকপ্রিয়তা পাক। বাংলাদেশের ছবি ভালো চললেই চলচ্চিত্র সংশ্লিষ্টরা যারা আছেন, সবাই কাজ করতে পারবেন; এবং চলচ্চিত্র বেঁচে থাকবে। তাই আমরা চাই ‘হুব্বা’ ছবিটিও যেন দেশ-বিদেশে খুব ভালো চলে।
তিনি আরও বলেন, ‘হুব্বা’ ছবিতে যিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সেই মোশাররফ ভাই আমাদের খুব প্রিয় একজন মানুষ। ওনার অভিনয়ের ব্যাপারে কিছু না বলাই ঠিক হবে আমার। কারণ উনি এতোই ভালো অভিনেতা, এটা না বললেও হবে। উনাকে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা বলা যেতে পারে। তার ছবি সবাই মিলে দেখবে, এটাই আশা রাখি।
অন্যদিকে বর্ষা নিজেকে মোশাররফের ভক্ত দাবি করে বলেন, মোশাররফ করিম তুমুল জনপ্রিয় একজন অভিনেতা। দেশে বিদেশে তার অসংখ্য ভক্ত অনুরাগী আছেন। আমরাও তার ভীষণ ভক্ত। দু’দিন আগেই আমি আর অনন্ত জলিল তার একটি নাটক দেখতে দেখতে কথা বলছিলাম। আর এসব কারণে চাই, হুব্বা ছবিটি যেন সুপারডুপার হিট হয়।
হুব্বা শ্যামল। পশ্চিমবঙ্গে বাম আমলে যার পরিচিতি ছিল হুগলির ‘দাউদ’ নামে। কলকারখানার শ্রমিকদের থেকে চাঁদা তোলা দিয়ে অপরাধ জগতে হাতেখড়ি হয়েছিল তার। এরপর রাজনৈতিক নেতাদের মদদে ধীরে ধীরে হয়ে ওঠেন বেতাজ বাদশাহ। খুন, ডাকাতি কিংবা রাহাজানির অজস্র ঘটনায় অভিযুক্ত হয়ে জেলও খাটেন কয়েকমাস। অবশেষে ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর প্রতিপক্ষ গ্যাংয়ের হাতে খুন হন এই কুখ্যাত অপরাধী।
সেই হুব্বা শ্যামলকেই তুলে ধরা হয়েছে এ সিনেমায়। ছবিটির পরিচালক ব্রাত্য বসু। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন পৌলমী বসু-সহ নাট্যজগতের বেশ কিছু শিল্পী।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।