facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ এপ্রিল বুধবার, ২০২৫

Walton

যত বাধাই আসুক, নতুন দেশ গড়ব: অধ্যাপক ইউনূস


৩১ মার্চ ২০২৫ সোমবার, ০২:০০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


যত বাধাই আসুক, নতুন দেশ গড়ব: অধ্যাপক ইউনূস

যত বাধা আসুক না কেন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে করা বক্তৃতায় প্রধান উপদেষ্টা এ অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ঈদ দূরত্ব ঘোচানোর ঈদ, নৈকট্যের ঈদ, ভালোবাসার ঈদ। আজ সেই দিনটা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদ্‌যাপন করতে পারি...সেই বার্তা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজ একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের কামনা।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আজকের দিনে আমরা প্রার্থনা করি...আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যাঁরা আত্মত্যাগ করেছেন, দেশের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য নিজেদের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাঁদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবই ইনশা আল্লাহ।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের নতুন বাংলাদেশ গড়ার যাঁরা সুযোগ করে দিয়েছেন, যেসব শহীদ, যাঁরা আত্মাহুতি দিয়েছেন, আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। যাঁরা আহত হয়েছেন, যাঁরা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছেন, এ দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যাঁরা বাধ্য হয়েছেন, তাঁদের স্বাভাবিক জীবনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যাঁরা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি, তাঁদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের মা–বোনেরা, যাঁরা ঘরে আছেন, তাঁদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা, যাঁরা বিদেশে আছেন, সারা বছর কষ্ট করেন, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাঁদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: