facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

যমুনা ফ্রিজে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়


০৯ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ০৬:২৩  পিএম

সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার বিজনেস24.কম


যমুনা ফ্রিজে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়

যমুনা রেফ্রিজারেটরে চলছে ‘ফ্লাশসেল অফার’ ক্যাম্পেইন। এর আওয়াতায় অনলাইনে যমুনা ফ্রিজ কিনলে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস।

বিজ্ঞিপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনে তাদের ৩৩৩ লিটার রেফ্রিজারেটর ২৯ হাজার ৬৮০ টাকায়, ৩৪৮ লিটার রেফ্রিজারেটর ৩২ হাজার ৪১০ টাকায়; ৩২৯ লিটার রেফ্রিজারেটর ৩৩ হাজার ১১০ টাকায়; ২৩২ লিটার রেফ্রিজারেটর ২৬ হাজার ৪৬০ টাকায়; ২৭৮ লিটার রেফ্রিজারেটর ২৪ হাজার ৫৭০ টাকায়; ২৬৩ লিটার রেফ্রিজারেটর ২৮ হাজার ২১০ টাকায়, ৩২৮ লিটার রেফ্রিজারেটর ৩৪ হাজার ৪৭৪ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও ১৮০ লিটার ফ্রিজার ২১ হাজার ৫৬০ টাকায়; ২২০ লিটার ২৪ হাজার ২৪৫ টাকা এবং ৩০০ লিটার ফ্রিজার ৩০ হাজার ৪৫৬ টাকায় পাচ্ছেন ক্রেতারা।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের বিপণন বিভাগের এজিএম এবং হেড অব ই-কমার্স অপারেশন রুহুল কে সাগর বলেন, ‘কম দামে ক্রেতাদের গুণগতমানের রেফ্রিজারেটর কেনার সুযোগ করে দিতে এই ফ্লাশসেল বিগ ডিসকাউন্ট অফার ক্যাম্পেইন চালু করেছে যমুনা ইলেকট্রনিকস। অনলাইনে অর্ডার করে দেশের যে কোনও জায়গা থেকে ক্রেতারা পছন্দের ফ্রিজ কিনতে পারবেন।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ