facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

যাঁর পদত্যাগ চাওয়া হচ্ছে, তাকেই সমাধানের দায়িত্ব দিল সরকার!


০৭ মার্চ ২০২৫ শুক্রবার, ১১:২৮  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


যাঁর পদত্যাগ চাওয়া হচ্ছে, তাকেই সমাধানের দায়িত্ব দিল সরকার!

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চলমান সংকটের বিষয়ে সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, "এটা আমার দেখার বিষয় নয়, চেয়ারম্যান আছেন, তিনিই দেখবেন।"

বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিএসইসি চেয়ারম্যানকেই সব দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি দেখার দায়িত্ব তার, আমার কিছু বলার নেই।"

এর আগে, বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তার নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন। একইসঙ্গে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং স্টক ব্রোকারদের সংগঠন (ডিবিএ) উদ্বেগ প্রকাশ করে।

সংস্থার অভ্যন্তরীণ অস্থিরতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "যার যা করার, সে তাই করবে। প্রতিষ্ঠান কীভাবে চলবে, তা তারাই জানে।"

অন্যদিকে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন,

"সরকার আমাদের কাজ চালিয়ে যেতে বলেছে। আমরা আমাদের মিশন থেকে এক চুলও সরবো না এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না।"

বিএসইসির অভ্যন্তরীণ টানাপোড়েন এবং সরকারের নিরব অবস্থান এই সংকটকে আরও গভীর করতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: