০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১০:১১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে ফখরুল-খসরুর যাত্রা, লন্ডন থেকে যোগ দেবেন জাইমা রহমান
যুক্তরাষ্ট্রের বার্ষিক ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সফরে লন্ডন থেকে যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন ফখরুল ও খসরু। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি মহাসচিব তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই আয়োজনে অংশ নিতে আমন্ত্রণ জানায় মার্কিন কংগ্রেস আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি। তবে তারেক রহমান ব্যক্তিগত কারণে অংশ নিতে না পারায় তার প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার জাইমা রহমান।
ওয়াশিংটনের উদ্দেশে যাত্রার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি গুরুত্বপূর্ণ বার্ষিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন দেশের জাতীয় ও আন্তর্জাতিক নেতারা অংশ নেন। বিএনপির পক্ষ থেকে আমাদের প্রতিনিধিদল সেখানে অংশ নিচ্ছে, আর লন্ডন থেকে জাইমা রহমান আমাদের সঙ্গে যোগ দেবেন।’
বিএনপি মহাসচিব আগামী ৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানা গেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।