০১ জানুয়ারি ২০২৫ বুধবার, ০৭:৩৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
স্থানীয় জরুরি বিভাগের বিবৃতি অনুযায়ী, বুধবার সন্ধ্যার দিকে ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নববর্ষ উদ্যাপন উপলক্ষে সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, দ্রুতগতির একটি ট্রাক ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ট্রাক থেকে নেমে চালক একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করলে আতঙ্কিত জনতা ছুটোছুটি শুরু করে। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ পাল্টা গুলি চালায়।
নিউ অরলিন্সের জরুরি সেবা বিভাগ ‘নোলা রেডি’ জানায়, ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে।
এই ঘটনার পরপরই ফ্রেঞ্চ কোয়ার্টারসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাগরিকদের ভিড় এড়িয়ে চলতে এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এই মর্মান্তিক হামলা নববর্ষ উদ্যাপনের আনন্দকে শোকের ছায়ায় ঢেকে দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।