২৮ মার্চ ২০২৫ শুক্রবার, ০৬:০০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতি ভিসা জালিয়াতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। স্বয়ংক্রিয় (বট) অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধভাবে ভিসার আবেদন করার অভিযোগে প্রায় ২,০০০ ভারতীয় নাগরিকের ভিসা আবেদন বাতিল করা হয়েছে।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু ব্যক্তি বা চক্র স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ব্যবহার করে ভিসার আবেদন করছিল। এটি ভিসা আবেদন প্রক্রিয়ার নিয়মবহির্ভূত হওয়ায় সংশ্লিষ্ট আবেদনগুলো বাতিল করা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, যারা সময়সূচী নীতি লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ভবিষ্যতে কেউ যেন এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয়, সে বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে বি১ এবং বি২ ভিসার আবেদন প্রক্রিয়ায় কঠোরতা বেড়েছে। এছাড়া, মার্কিন দূতাবাস ভারতীয় নাগরিকদের ভিসা নবায়নের ক্ষেত্রে অতিরিক্ত সময় নেওয়ার কথা জানিয়েছে।
মার্কিন প্রশাসনের কড়াকড়ি নীতির কারণে গত দুই মাসে অভিবাসন সংক্রান্ত জালিয়াতির অভিযোগে কয়েক শ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দিল্লি পুলিশ ২৭ ফেব্রুয়ারি ভিসা ও পাসপোর্ট জালিয়াতির ঘটনায় তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন দালাল ও এজেন্টও রয়েছেন।
এ চক্র ভুয়া নথিপত্র তৈরি করে আবেদনকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছিল। ঘটনায় ভারতের ন্যাশনাল ক্রিমিনাল কোড (IPC) এর ৩১৮, ৩৩৬ ও ৩৪০ ধারা এবং তথ্য-প্রযুক্তি আইনের ৬৬(ডি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং ভবিষ্যতে প্রতারণার ঘটনা কমবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।