facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারল না ব্রাজিল


১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার, ১০:০০  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারল না ব্রাজিল

কোপা আমেরিকার পূর্বে প্রথম প্রীতি ম্যাচে অন্তিম সময়ে এনড্রিকের গোলে মেক্সিকোকে হারিয়েছিল ব্রাজিল। এবারও সবাই এমন কিছু হওয়ার অপেক্ষাতেই ছিল। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। কোপা আমেরিকার স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ব্রাজিলিয়ানদের।

কলম্বিয়ার বিপক্ষে আগের ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানের হার নিয়ে এদিন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামে যুক্তরাষ্ট্র। ওরল্যান্ডো স্টেডিয়ামে শুরুতেই রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর গোলে এগিয়ে যায় ব্রাজিল।

১৭ মিনিটে রদ্রিগোর দারুণ গোলে ১-০ গোলের লিড পায় তারা। তবে সমতায় ফিরতে বেশি দেরি হয়নি যুক্তরাষ্ট্রের। ২৭ মিনিটে পুলিসিচের দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল পায় স্বাগতিকরা।

১-১ এ সমতায় থেকে বিরতি থেকে ফিরে বদলি হিসেবে পাকেতা, এনড্রিক, সাভিনহো, আন্দ্রেস পেরেইরাকে মাঠে নামান ব্রাজিল কোচ দরিভাল; কিন্তু তারা কাজের কাজ করতে পারেননি যুক্তরাষ্ট্র গোলরক্ষক ম্যাট টার্নারের দৃঢ়তায়।

১৯ বারের মোকাবিলায় এই প্রথম ব্রাজিলের সঙ্গে ড্র করতে পারলো যুক্তরাষ্ট্র। নিশ্চিতভাবেই এই ম্যাচে ড্র করে কিছুটা ব্যাকফুটে থেকেই কোপা আমেরিকা শুরু করবে অন্যতম ফেবারিট ব্রাজিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ