facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্ত: বাংলাদেশ-ভারতের বিশাল সহায়তা বাতিল!


১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১০:৩৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্ত: বাংলাদেশ-ভারতের বিশাল সহায়তা বাতিল!

যুক্তরাষ্ট্র তার নতুন প্রশাসনের অধীনে বিভিন্ন দেশের জন্য পরিকল্পিত কোটি কোটি ডলারের সহায়তা বাতিল করেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বাজেট কাটছাটের জন্য নেওয়া এক কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই সহায়তা বাতিল করা হয়েছে।

বিশ্বব্যাপী বিভিন্ন দেশের জন্য বাতিল হওয়া এসব অর্থায়নের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)। বাংলাদেশে, ভারতের পাশাপাশি আরও অনেক দেশে, বিশেষত রাজনৈতিক সহায়তা ও নির্বাচনী কার্যক্রমে সহায়তা দানকারী এই প্রকল্পগুলো বন্ধ করা হয়েছে।

বাংলাদেশের `স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ` প্রকল্পে ২ কোটি ৯০ লাখ ডলার এবং ভারতের নির্বাচনী প্রকল্পে ২ কোটি ১০ লাখ ডলার বাতিল হয়েছে। নেপালের জন্য ৩ কোটি ৯০ লাখ ডলারও বাতিল করা হয়েছে। অন্যদিকে, কম্বোডিয়া, সার্বিয়া, মালিসহ আরও অনেক দেশের জন্য বড় অঙ্কের সহায়তা বাতিল করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন গত ২০ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করার পর থেকেই যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ বাজেটের ওপর নজরদারি শুরু করেছে।

এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিদেশে সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে, যা পরবর্তী সময়ে আরও আন্তর্জাতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ