facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

যুক্তরাষ্ট্রের শানিয়া মুহাম্মদ ১৫ বছর বয়সেই স্নাতক


১৬ মে ২০২৩ মঙ্গলবার, ১০:৩০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


যুক্তরাষ্ট্রের শানিয়া মুহাম্মদ ১৫ বছর বয়সেই স্নাতক

মাত্র ১৫ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার শানিয়া মুহাম্মদ।

সম্প্রতি তিনি ওকলাহোমার ল্যাংস্টন ইউনিভার্সিটি থেকে কলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, শানিয়া মুহাম্মদের গ্রেড পয়েন্ট ছিল ৪, যা তার ক্লাসে সর্বোচ্চ ছিল। তিনি বক্তা হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান। “কলেজে পড়ুন, লিখুন, শুনুন: ১৩” শিরোনামে স্কুলে তার অভিজ্ঞতা নিয়ে একটি বই প্রকাশ করার পরিকল্পনা করছেন শানিয়া।

শানিয়া বলেন, “আমার সবচেয়ে বড় বিষয় হল... শুধু আমার গল্প ছড়িয়ে দেওয়া। অন্যদের দেখানো, আমাকে বিশ্বাস করুন, এটা সম্ভব।”

তাদের কিশোর বয়সে কলেজ স্নাতক ডিগ্রি অর্জন অভূতপূর্ব নয় কিন্তু বিরল। ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক ওয়েবসাইট ওল্ডেস্ট ডট অর্গে ১০ জন সর্বকনিষ্ঠ কলেজ গ্র্যাজুয়েটদের একটি তালিকা তৈরি প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় ১০ নম্বরে থাকা ক্যাথলিন হোল্টজের সমবয়সী শানিয়া। ২০০৪ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন ক্যাথলিন।

শানিয়া জানিয়েছেন, তার পরিবারের সদস্যরা আট বছর বয়সে তার কলেজ শেষ করার পরিকল্পনা করেছিল। অর্থচ ওই সময় বেশিরভাগ মার্কিন শিশু মাত্র দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: