facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: সিপিবি


০২ আগস্ট ২০২৪ শুক্রবার, ০৭:২২  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: সিপিবি

যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (২ আগস্ট) সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী, ঘাতক, মানবতাবিরোধী অপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের হলেও শাসকগোষ্ঠীর দলগুলো ক্ষমতার খেলার কৌশলের সমীকরণে নিষিদ্ধ করেনি। নিজেদের স্বার্থে বারবার ব্যবহার করেছে।

নেতারা বলেন, এখন স্মরণকালের হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। বর্তমান সরকার তার ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধের কথা বলেছে। জামায়াত ধর্মভিত্তিক রাজনীতি, রাজনীতিতে ধর্মের ব্যবহার, যুদ্ধাপরাধী হিসেবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি।

বিবৃতিতে সিপিবি নেতারা আরও বলেন, আমরা জামায়াতের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধী, সংবিধানে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ থাকলেও রাজনীতিতে ধর্মের ব্যবহারসহ সন্ত্রাসী সংগঠন হিসেবে অবশ্যই নিষিদ্ধ চাই। একইসঙ্গে এ ধারার অন্যান্য সংগঠন ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ চাই। এদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আধিপত্য ধ্বংসে রাষ্ট্রীয় ভূমিকা ও জনগণের জাগরণ চাই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের চার মূলনীতি প্রতিষ্ঠা করতে চাই। এ কাজটি করার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

বিবৃতিতে সরকারের পদত্যাগসহ ছাত্র জনতার দাবি আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ