১২ এপ্রিল ২০২৫ শনিবার, ১১:৩৫ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
শেয়ারবাজারে হঠাৎ চাঙা হয়ে উঠেছে সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট। ঈদের পর মাত্র চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬৩ টাকা বা প্রায় ৩০ শতাংশ, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর ফলে সপ্তাহ শেষে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন লভ্যাংশ ঘোষণার প্রত্যাশাই এই দাম বৃদ্ধির পেছনে প্রধান কারণ। ২০২৪ সালের হিসাব বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন এপ্রিল মাসের মধ্যেই চূড়ান্ত করে লভ্যাংশ ঘোষণা করতে হবে—এমন নিয়মের আলোকে বিনিয়োগকারীরা আগেভাগেই শেয়ার কিনতে আগ্রহী হয়ে উঠেছেন।
নেদারল্যান্ডসভিত্তিক হাইডেলবার্গ সিমেন্ট স্ক্যান ও রুবি ব্র্যান্ডের সিমেন্ট বাজারজাত করে এবং এটি দেশের শেয়ারবাজারে সর্বোচ্চ দামি সিমেন্ট কোম্পানি হিসেবে পরিচিত। কোম্পানিটি ২০২৩ সালের প্রথম ৯ মাসে মুনাফা করেছে ৪১ কোটি টাকা, যদিও আগের বছরের একই সময়ে তাদের মুনাফা ছিল ৫১ কোটি টাকা। ব্যবসা কমে যাওয়া এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মুনাফা কিছুটা কমেছে।
২০২৩ সালে কোম্পানিটি শেয়ারপ্রতি আড়াই টাকা নগদ লভ্যাংশ দিয়েছিল, যা আগের বছরের চেয়ে বেশি। বিনিয়োগকারীদের আশা, এবারও আকর্ষণীয় লভ্যাংশ আসবে। কোম্পানিটির বর্তমান বাজারমূল্য প্রায় ২৭৪ টাকা এবং এর শেয়ারের ৬১ শতাংশ মালিকানা উদ্যোক্তাদের হাতে।
হাইডেলবার্গ সিমেন্টে বর্তমানে ১০ হাজারের বেশি বিনিয়োগকারী রয়েছে, যাদের মধ্যে অধিকাংশই ক্ষুদ্র বিনিয়োগকারী। বাজারের বর্তমান গতিপ্রবাহ দেখে বোঝা যাচ্ছে, কোম্পানিটির সম্ভাব্য লভ্যাংশ ঘোষণার আগ পর্যন্ত এর শেয়ারে চাঙ্গাভাব অব্যাহত থাকতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।