facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ মার্চ শনিবার, ২০২৫

Walton

যে মার্কেটে পাবেন সাশ্রয়ী দামে ঈদের পোশাক


১৪ মার্চ ২০২৫ শুক্রবার, ১০:০৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


যে মার্কেটে পাবেন সাশ্রয়ী দামে ঈদের পোশাক

পোশাকি নাম সিটি করপোরেশন সুপার মার্কেট হলেও খিলগাঁও তালতলা মার্কেট নামেই সবাই চেনে। ঈদ আয়োজনে কেনাকাটার খোঁজে এবার আমাদের আসা ক্রেতাপ্রিয় এই মার্কেটে। দুটি প্রধান ফটক, ফটক গলে রিকশা নিয়ে যাওয়া যায় মার্কেট প্রাঙ্গণ পর্যন্ত। শুধু ঈদ বলেই নয়, বছরজুড়েই নাকি ক্রেতা–বিক্রেতার ভিড় লেগে থাকে পুরো মার্কেটে। কারণটা হলো, এখানে সুলভে সব ধরনের পণ্য এক ছাদের নিচে মিলে যায়। এখানকার মুখরোচক খাবারের দোকানগুলো বিকেলে ঘুরতে আসার জন্য বেশ জনপ্রিয়।

মার্কেটেই কথা হলো খিলগাঁওয়েরই বাসিন্দা নাদিরা ইসলামের সঙ্গে। তিনি বলছিলেন, তালতলা মার্কেটে কেনাকাটা করতে এলে আর অন্য কোথাও যাওয়া লাগবে না, এখান থেকেই আপনার প্রয়োজনীয় সবকিছু কিনতে পারবেন।

আসলেই তাই। ১ নম্বর ফটক দিয়ে প্রবেশ করতেই ফুলের দোকানের তরতাজা ফুলের সুবাস নিয়ে সামনে পা বাড়াই। মার্কেট তো আছেই, মার্কেটের সামনের রাস্তাজুড়েও বসেছে সারি সারি দোকান। জামা, জুতা, অলংকারসহ অনেক রকম দোকানের ভিড়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ক্রেতা সামলাতে ব্যস্ত দোকানিদের সঙ্গে তাই কথা বলার ফুরসত পাওয়াও মুশকিল হয়ে দাঁড়ায়।

মার্কেটের নিচতলার প্রায় পুরোটা জুড়ে আছে শিশু আর নারীদের পোশাকের সমারোহ। ছোটদের শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি, কটি, ওয়ান–পিস, টু–পিস, থ্রি–পিসসহ অনেক রকমের রঙিন সব পোশাক পাবেন এখানে। আছে নারীদের থ্রি–পিস থেকে শুরু করে শাড়ি, ওড়না, প্রসাধনীসহ আনুষঙ্গিক অনেক কিছু।

বাইরের দিকে দোতলায় ওঠার সিঁড়ি। তবে নিচে যতটা ভিড় দেখা যায়, দোতলা তেমনটা নয়। এখানে আছে ছেলেদের ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি–শার্ট, হাফহাতা শার্ট, পাঞ্জাবি, ফরমাল প্যান্ট, জিনস প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, থ্রি-কোয়ার্টার প্যান্ট ও ট্রাউজার।

যেমন দামে মিলছে পণ্য

এই মার্কেটে বিভিন্ন দোকানে শার্টের দাম ৪৫০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকা। ফরমাল শার্ট ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা, হাফহাতা শার্ট ৪৫০ টাকা থেকে ৬০০ টাকা। গোল গলার টি–শার্ট মিলছে ১৫০ টাকা থেকে ৩৫০ টাকা। কলারসহ টি–শার্ট ৩০০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা, পাঞ্জাবির দাম শুরু ৭০০ টাকা, পাঞ্জাবির ওপর পরার জন্য কটির দাম শুরু ৫০০ টাকা।

এখানে এক সারিতে আছে বাটিক কাপড়ের শাড়ি, সুতি, সিল্ক, জর্জেটের শাড়ি, জামদানি, তাঁত ও কাতান শাড়ির সংগ্রহ। কোনো কোনো দোকান আছে শুধুই ওড়নার। যেখানে ২৫০ টাকা থেকে ৭০০ টাকায় পাবেন ফ্যাশনেবল ওড়না। টু-পিস, থ্রি-পিসের দাম ৬৫০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা। ২০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকার ভেতর মিলবে শিশুদের পোশাক।

অন্যান্য

জুতার দোকানে ছোটদের জুতা মিলবে ২০০ টাকা থেকে ৪৫০ টাকায়। নাগরা ও হিল পাবেন ৩৫০ টাকা থেকে ৭৫০ টাকায়। স্লিপার ১৫০ টাকা থেকে ৩০০ টাকা। ছেলেদের জুতার দাম শুরু ৫০০ টাকা থেকে। চামড়ার ব্যাগ নিতে পারেন ১ হাজার থেকে ২ হাজার ২০০ টাকার মধ্যে।

মার্কেট ঘুরে কেনাকাটা করে ক্লান্ত বোধ করলে ঢুঁ মারতে পারেন খাবারের দোকানে। মার্কেট প্রাঙ্গণে মাঝের অংশে আছে ফুল, ফল, সবজির চারার দারুণ সংগ্রহ নিয়ে তালতলা নার্সারি। ঈদের কেনাকাটা শেষে প্রিয়জনদের জন্য উপহার হিসেবে কিছু গাছও কিনে নিতে পারবেন এখান থেকে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: