facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৭ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

যেকারণে জেনারেশন নেক্সটের কার্যক্রম বন্ধ


০৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার, ১২:৪৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


যেকারণে জেনারেশন নেক্সটের কার্যক্রম বন্ধ

শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতির অবনতি ও চলতি মূলধনের ঘাটতির কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের (জিএনএফএল) কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, জিএনএফএলের পরিচালক শাহীন আক্তার চৌধুরী শ্রম অসন্তোষ ও চলতি মূলধনের ঘাটতির কারণে কাজ বন্ধ করার বিষয়ে গত ২০ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছেন। এরপর ৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জকে তিনি এই বিষয়ে অবহিত করেন। ডিএসইএর ওয়েবসাইটে গতকাল সোমবার এ বিষয় নোটিশ প্রকাশ করা হয়।

শাহীন আক্তার চৌধুরী আরও জানান, কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সম্ভবত তাঁরা দেশের বাইরে আছেন। কোম্পানিটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও অন্য পরিচালকদের অনুপস্থিতিতে কোরাম সম্পূর্ণ হচ্ছে না। সে কারণে তাঁরা পর্ষদ সভায় সিদ্ধান্ত নিতে পারছে না। এ ছাড়া স্বাক্ষরকারী কর্তৃপক্ষের অনুপস্থিতিতে ব্যাংকিং লেনদেন পরিচালনা করা যাচ্ছে না।

এসব বিষয় উল্লেখ করে সংকটজনক পরিস্থিতির উত্তরণে কোম্পানিটির পরিচালক বিএসইসির কাছে পরামর্শ চেয়েছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ